এক্সপ্লোর
Year Ender 2021: সেরে উঠুক পৃথিবী, বর্ষবিদায়ের রাত হোক ঝলমলে

New Year Celebration
1/10

তিক্ত-মিষ্টি অভিজ্ঞতা নিয়েই কেটেছে ২০২১। আর কয়েক দিনেই সব ঠিক হয়ে যাবে, তার গ্যারান্টি নেই যদিও। কিন্তু বিদায়ী বছরের শেষ রাতটুকু যদি ঝলমলে হয়, ক্ষতি কী!
2/10

করোনায় ঘরকুনো হওয়ার সুফল মিলেছে। বাড়তি খরচ বেঁচে গিয়েছে অনেক। বর্ষবিদায়ের রাতে তাই খরচে বাধা নেই। রঙিন সফ্টড্রিঙ্কে স্বাগত জানান অতিথিদের।
3/10

পার্টি হবে ছিমছাম, অথচ একঘেয়ে লাগবে না কারও। ফোটোবুথ তৈরি করে চমকে দিতে পারেন বন্ধুদের।
4/10

শীতের রাত, বনফায়ার আর কাছের মানুষ। আর কী চাই! জমে উঠুক গল্প-গুজব।
5/10

গানেই প্রাণ। গিটারের টুংটাং অথবা পুরনো দিনের গান। পার্টি জমাতে চাই-ই চাই।
6/10

আউটডোর গেম রাখতে পারেন পার্টিতে। আবার ছোটবেলার আগোছালো খেলাও ফিরিয়ে আনতে পারেন।
7/10

পেট ভরলে, জমবে আড্ডাও। বিশেষ দিনে টেবিলসজ্জার দিকে খেয়াল রাখুন, যাতে টেবিলে বসেই কেটে যায় এক-দু'ঘণ্টা।
8/10

বিশেষ দিনে যাঁদের ডেকেছেন, তাঁরা নিশ্চয়ই কাছের মানুষ। তাঁদের পছন্দের খাবার টেবিলে রাখতে পারেন।
9/10

খাবার টেবিলে এক বছর ফিরে দেখা আর ডেজার্ট হাতে গসিপ, বছরের শেষ রাত একেবারে জমে ক্ষীর।
10/10

আড্ডা শেষে যে যার বাড়ি। পরের দেখা নতুন বছরে। তাই ফ্রেমবন্দি হোক নতুন বছরের রেজলিউশন।
Published at : 26 Dec 2021 10:09 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
