এক্সপ্লোর
Coffee for Good Skin: দাগ-ছোপ থেকে মুক্তি, পারফিউম লাগবেই না আর, জেল্লা বাড়বে চুলেরও, এক কফির অনেক গুণ
Coffee for Good Hair: বাজারে প্রসাধনীর ছড়াছড়ি। তবে বাড়িতেই সহজ উপায় রয়েছে। ছবি: ফ্রিপিক।

ছবি: ফ্রিপিক।
1/10

ঝিমুনি ভাব কাটিয়ে চাঙ্গা হতেই নয় শুধু, রূপচর্চাতেও সমান গুরুত্বপূ্রণ কফি। যে কারণে আজকাল বাজার চলতি প্রসাধনীতেও কফি যোগ করা হচ্ছে।
2/10

তবে বাজারচলতি দামি প্রসাধনী না কিনলেও চলবে। ঘরোয়া উপায়ে কফি ব্যবহার করে ত্বক ও চুলের জেল্লা ফেরানো সম্ভব।
3/10

চোখের নীচে কালি, ফোলা ভাব দূর করতে কফি ব্যবহার করুন। কফির পেস্ট তৈরি করে চোখের নীচের অংশে, পাতার উপরে লাগিয়ে রাখুন।
4/10

ক্রাব হিসেবে ব্যবহার করতে পারেন কফি। নারকেল তেল বা অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে নিন। এর পর মুখে, ঘাড়ে, হাতে, গলায়, পিঠে, হালকা হাতে ঘষুন। ত্বক উজ্জ্বল হবে। টানটান থাকবে ত্বক।
5/10

ত্বক অতিরিক্ত তৈলাক্ত হলে, ব্ল্যাকহেডসের সমস্যা থাকলে কফির দ্বারস্থ হোন। দূষণের হাত থেকেও ত্বককে রক্ষা করে কফি। নাকের উপর, থুতনি, কপালে কফির পেস্ট লাগিয়ে রেখে ধুয়ে নিতে পারেন।
6/10

ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতেও কফির জুড়ি নেই। ত্বকের কালো ছোপও দূর করে। কফির সঙ্গে ফলের রস মিশিয়ে লাগাতে পারেন। ফেসিয়াল কিটেও রাখতে পারেন কফি।
7/10

গায়ের দুর্গন্ধ দূর করে কফি। সাবানের পরিবর্তে কফি গায়ে ঘষতে পারেন। বাথটাবে কফি ছড়িয়ে ডুবও দিতে পারেন আপনি। দেখবেন যত গরমই হোক, যতই ঘামুন, গা থেকে দুর্গন্ধ বেরোবে না।
8/10

কফির পেস্ট চুলে লাগিয়ে রাখুন ২০ মিনিট। ভাল করে ধুয়ে নিন পরে। চুলের জেল্লা বাড়বে। খুশকি থাকবে না, চুলকাবে না মাথা। তবে চুলে রং করা থাকলে কফি না ব্যবহার করাই ভাল।
9/10

পেডিকিওর করতে পার্লারে ছুটতে হবে না। বালতিতে কফি, ওটমিল ভিজিয়ে নিন। এসেনশিয়াল অয়েল এবং ভ্যানিলা এসেন্স যোগ করতে পারেন। ভাল করে ঘষে পরিষ্কার করে নিন পা।
10/10

অল্প বয়সে চুল পাকার সমস্যায় ভোগেন অনেকেই। বিশেষ করে পরিপাটি করে আঁচড়ানো চুলের এদিক ওদিক পাকা চুল বেরিয়ে থাকলে অস্বস্তি হয়। এক্ষেত্রে কফির পেস্ট লাগিয়ে রাখতে পারেন চুলে। হেনা লাগালে, তার সঙ্গে মিশিয়ে নিতে পারেন কফি। পরে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন চুল। দেখবেন পাকা চুল দেখাই যাচ্ছে না, সেই সঙ্গে চুলের চেহারাও পাল্টে গিয়েছে। ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Published at : 29 Aug 2024 02:06 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
