এক্সপ্লোর
'নির্ভার লাগছে, সাফল্য এলে ছবি আপনাদের, নইলে আমার', সড়ক-টু মুক্তির আগেমহেশ ভট্টের আবেগপ্রবণ বার্তা
1/7

এই ছবিতে আলিয়া ভট্ট, সঞ্জয় দত্ত, আদিত্য রায় কপূরের সঙ্গে অভিনয় করছেন যীশু সেনগুপ্তও। যীশুও সড়ক টু মুক্তির খবর ট্যুইট করে জানান।
2/7

মহেশ ভট্টের বার্তাতে পূজা লেখেন, '' আজ আমাদের যাত্রার শেষ পর্বটি শুরু করছি। আমার উপর কোনও বোঝা বা ওজন নেই। খ্যাতি ধরে রাখার চাপ নেই। কোন লক্ষ্যে পৌঁছনোর তাগিদ নেই। প্রমাণ করার মতো কিছুই নেই। ছবিটি যদি সাফল্য পায় তবে তা আপনাদের। আর যদি তা না হয়, তবে সেই ব্যর্থতা আমার...সবাই আমাকে এত ভালবাসা এবং সমর্থন দিয়েছেন যার জন্য আমি খুব কৃতজ্ঞ।'' আজ আমাদের যাত্রার শেষ পর্বটি শুরু করছি। আমার উপর কোনও বোঝা বা ওজন নেই। খ্যাতি ধরে রাখার চাপ নেই। কোন লক্ষ্যে পৌঁছনোর তাগিদ নেই। প্রমাণ করার মতো কিছুই নেই। ছবিটি যদি সাফল্য পায় তবে তা আপনাদের। আর যদি তা না হয়, তবে সেই ব্যর্থতা আমার...সবাই আমাকে এত ভালবাসা এবং সমর্থন দিয়েছেন যার জন্য আমি খুব কৃতজ্ঞ।''
Published at :
আরও দেখুন






















