এক্সপ্লোর
Pakistan Banyan Tree: স্পর্ধা দেখে মেজাজ ঠিক রাখতে পারেননি গোরা সাহেব, সঙ্গে সঙ্গে গ্রেফতারের নির্দেশ দেন, ১২৫ বছর ধরে পাকিস্তানে বন্দি এই বটগাছ
Tree Arrested in Pakistan: ঔপনিবেশিক শাসন এবং শোষণের ভয়াবহতা যাতে বিস্মৃতি না হয়, আজও শিকলে বাঁধা অবস্থাতেই বিরাজ করছে বটগাছটি।
সংগৃহীত।
1/10

ঔপনিবেশিক শাসনের ক্ষত আজও কাটিয়ে উঠতে পারেনি ভারত। শুধু ভারতই নয়, একই ক্ষত বুকে নিয়ে বেঁচে রয়েছে পড়শি দেশ পাকিস্তানও। দুই দেশের মানুষজনই শুধু নয়, প্রকৃতির বুকেও জ্বলজ্বল করছে আঘাতের চিহ্ন।
2/10

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলে সেই ভয়াবহ সময়ের প্রতীক হিসেবে বেঁচে রয়েছে একটি বট গাছ। লোহার শিকলে আষ্টেপৃষ্টে বাঁধা পড়ে রয়েছে বটগাছটি। নেশার ঘোরে এক ইংরেজের চক্ষুশূল হয়ে উঠেছিল গাছটি। তাই গ্রেফতার করা হয় তাকে, হাতে পায়ে পরানো হয় শিকল। আজও সেই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে বটগাছটি।
Published at : 09 Aug 2023 09:47 AM (IST)
আরও দেখুন






















