এক্সপ্লোর
Bhagwant Mann Assets: পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রীর সম্পত্তির পরিমাণ কত?

পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রীর ২৭ লক্ষ টাকার দু’টি গাড়ি এবং ১.৪৯ কোটি টাকার স্থাবর সম্পত্তি আছে। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/https://www.instagram.com/bhagwantmann1/
1/10

আজ পঞ্জাবের ১৭ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন আম আদমি পার্টির ভগবন্ত মান। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/https://www.instagram.com/bhagwantmann1/
2/10

আজ ভগৎ সিংহের পৈত্রিক ভিটে খটকর কালান গ্রামে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। ভগবন্ত মানকে শপথবাক্য পাঠ করান পঞ্জাবের রাজ্যপাল বনোয়ারীলাল পুরোহিত। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/https://www.instagram.com/bhagwantmann1/
3/10

এবারের বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আম আদমি পার্টি। এই নিয়ে দেশের দ্বিতীয় রাজ্যে সরকার গড়ল তারা। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/https://www.instagram.com/bhagwantmann1/
4/10

এবারের নির্বাচনে ধুরি বিধানসভা কেন্দ্র থেকে ৫০ হাজারেরও বেশি ভোটে জয়ী হন ভগবন্ত মান। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/https://www.instagram.com/bhagwantmann1/
5/10

এবার ভগবন্ত মানকে সামনে রেখেই পঞ্জাবের বিধানসভা নির্বাচনে লড়াই করে আম আদমি পার্টি। বিজেপি, কংগ্রেস, অকালি দলকে হারিয়ে আম আদমি পার্টিকে জয় এনে দিয়েছেন ভগবন্ত মান। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/https://www.instagram.com/bhagwantmann1/
6/10

পঞ্জাবে বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করার সময় ভগবন্ত মান যে সম্পত্তির হিসেব দাখিল করেছেন, তাতে দেখা যাচ্ছে, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১.৯৭ কোটি টাকার। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/https://www.instagram.com/bhagwantmann1/
7/10

পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রীর ২৭ লক্ষ টাকার দু’টি গাড়ি এবং ১.৪৯ কোটি টাকার স্থাবর সম্পত্তি আছে। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/https://www.instagram.com/bhagwantmann1/
8/10

নির্বাচন কমিশনে পেশ করা হলফনামায় ভগবন্ত মান আরও জানিয়েছেন, ২০২০-২১ অর্থবর্ষে তাঁর মোট আয় ছিল ১৮.৩৪ লক্ষ টাকা। তাঁর নামে ১.১২ কোটি টাকার কৃষিজমি আছে। তাঁর নামে ৩৭ লক্ষ টাকার বাণিজ্যিক সম্পত্তিও আছে। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/https://www.instagram.com/bhagwantmann1/
9/10

ভগবন্ত মান আরও জানিয়েছেন, তাঁর নামে কোনও বাড়ি নেই। তাঁর কাছে সাড়ে পাঁচ লক্ষ টাকার গয়না এবং ২০ হাজার টাকার বন্দুক আছে। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/https://www.instagram.com/bhagwantmann1/
10/10

পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী ১৯৯২ সালে শহিদ ভগৎ সিংহ সরকারি কলেজ থেকে বি কম প্রথম বর্ষের পরীক্ষায় পাশ করেন। ২০১৫ সালে তিনি বিয়ে করেন। তবে পরবর্তীকালে স্ত্রীর সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়ে গিয়েছে। তাঁদের দুই সন্তান আছে। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/https://www.instagram.com/bhagwantmann1/
Published at : 16 Mar 2022 04:24 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
আইপিএল
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
