এক্সপ্লোর
By-Elections 2022 Campaign: আচ্ছে দিনে পেট্রোল ১১৫, ডিজেল ১০০ টাকা, বাবুলের সমর্থনে রোড শোয়ে বিজেপি-কে কটাক্ষ অভিষেকের

বালিগঞ্জে বাবুল সুপ্রিয়র সমর্থনে রোড শো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
1/10

আর কয়েকদিন পরেই বালিগঞ্জে বিধানসভা উপনির্বাচন। সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে এই আসনটি খালি। এখানে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়।
2/10

আজ দলীয় প্রার্থী বাবুলের হয়ে রোড শো করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বালিগঞ্জ থেকে মল্লিকবাজার পর্যন্ত যায় মিছিল।
3/10

রোড শো শেষে মল্লিকবাজারে বক্তব্য রাখেন অভিষেক। বাবুলকে জেতানোর জন্য ভোটারদের কাছে আবেদন জানানোর পাশাপাশি বিরোধী দলগুলিকে তীব্র আক্রমণ করেন অভিষেক।
4/10

অভিষেক বলেন, ‘জয় শ্রীরামের রাজনীতি ছেড়ে জয় হিন্দের রাজনীতিতে এসেছেন বাবুল।’
5/10

বিজেপি-কে আক্রমণ করে অভিষেক বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে রুখতে কেন্দ্র হেনস্থা করছে। ইডি-সিবিআই লাগিয়ে ভোটে জেতার চেষ্টা করেছে বিজেপি। ইডি-সিবিআইয়ের সঙ্গে সিপিএম কংগ্রেস হল জগাই-মাধাই। সুব্রত মুখোপাধ্যায়কে নারদ মামলায় গ্রেফতার করেছিল সিবিআই।’
6/10

নাম না করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে অভিষেক বলেন, ‘যাঁকে কাগজে মুড়িয়ে টাকা নিতে দেখা গিয়েছে, তিনি বিজেপিতে গিয়ে সাধু হয়েছেন। বাবুল সুপ্রিয় আসানসোল কেন্দ্র থেকে পদত্যাগ করে তৃণমূলে যোগ দিয়েছেন আর তাঁর বাবা তৃণমূলের টিকিটে জিতে এখনও সাংসদ পদ আঁকড়ে রয়েছেন।’
7/10

অভিষেক আরও বলেন, ‘যখন ভোটে হেরেছে, তখন একধাক্কায় তেলের দাম কমিয়ে দিয়েছিল। উত্তরপ্রদেশে জিতে আবার তেলের দাম বাড়িয়ে দিয়েছে। জীবনদায়ীর ওষুধের দাম পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। সিনেমার উপর থেকে কর মকুব করেছে আর ওষুধে কর চাপিয়েছে।’
8/10

বিজেপি-কে আক্রমণ করে অভিষেক আরও বলেন, ‘রাজ্যে ৩৫৬ ধারা জারির হুমকি দিচ্ছে বিজেপি। পরের নির্বাচনে ২৫০ আসন পেয়ে ক্ষমতায় আসবে তৃণমূল।’
9/10

অভিষেকের দাবি, ‘কংগ্রেস-সিপিএম-বিজেপি একযোগে তৃণমূলকে আক্রমণ করছে। সিপিএম-কংগ্রেস নিজেদের বিজেপির কাছে বিক্রি করে দিয়েছে।’
10/10

অভিষেকের কটাক্ষ, ‘আচ্ছে দিনে ৪০০ টাকার গ্যাস ৯৭৭ টাকা। পেট্রোল ১১৫ টাকা, ডিজেল ১০০ টাকা। ভোট দেওয়ার আগে নিজেকে জিজ্ঞেস করুন কাকে ভোট দিচ্ছি।’
Published at : 07 Apr 2022 07:39 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement
ট্রেন্ডিং
