এক্সপ্লোর
Corona Vaccination: হাইভোল্টেজ ভোট ১ এপ্রিল, একটি অতি গুরুত্বপূর্ণ কাজও শুরু একইদিনে

চোখ রাঙাচ্ছে করোনার সেকেন্ড ওয়েভ
1/9

মহারাষ্ট্র সহ আরও কয়েকটি রাজ্যে লাফিয়ে বাড়ছে সংক্রমণও। জোর দেওয়া হয়েছে ভ্যাকসিনেশনে।
2/9

এর আগে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিনেশন হয়ে গিয়েছে। ষাটোর্ধ্বদের ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে ইতিমধ্যেই। কিছুদিন আগে সরকার ঘোষণা করে ৪৫ বছরের বেশি বয়সীদের সকলকেই ১ এপ্রিল থেকে ভ্যাকসিন দেওয়া হবে।
3/9

এর জন্য আগাম অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে হবে www.cowin.gov.in- এর মাধ্যমে। কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ জানান, www.cowin.gov.in-এর সাহায্য নিতে না চাইলে নিকটবর্তী ভ্যাকসিনেশন সেন্টারে গিয়ে অন-সাইট রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে।
4/9

তিনটের পরে নিকটবর্তী ভ্যাকসিনেশন সেন্টারে যেতে হবে সেক্ষেত্রে। নিয়ে যেতে হবে পরিচয়পত্র। আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক পাসবুক, পাসপোর্ট, রেশন কার্ডের সাহায্যে রেজিস্ট্রেশন করে নেওয়া যাবে।
5/9

www.cowin.gov.in-এ লগইন করুন। মোবাইল নম্বরের সাহায্যে। Get OTP বাটনটিতে ক্লিক করলে মোবাইল নম্বরে একটি OTP আসবে।
6/9

OTP লিখে ভেরিফাই বাটনটি টিপুন। ভেরিফিকেশনের পরে Registration for Vaccination পাতাটি খুলে যাবে।
7/9

ডিটেল ও ফোটো আইডি প্রুফ ইত্যাদি সাবমিট করতে হবে। কো মরবিডিটি রয়েছে কি না এই প্রশ্ন ভেসে আসবে স্ক্রিনে।
8/9

রেজিস্ট্রেশনের জন্য় ডিটেল এন্টার করার পর মোবাইলে একটি নিশ্চিতকরণের মেসেজ আসবে।
9/9

রেজিস্টার হওয়ার পরে অ্যাকাউন্ট ডিটেলস পেজ থেকে ভ্যাকসিনেশনের জন্য তারিখ শিডিউল করা যাবে।
Published at : 30 Mar 2021 08:48 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
আইপিএল
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
