এক্সপ্লোর
Cyclone Yaas: ফুঁসছে সমুদ্র, প্রবল জলোচ্ছাস! স্থলভাগের সবচেয়ে কাছাকাছি ইয়াস, দেখুন ছবিতে
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/26/8085f27277c8b2f1ee820772ad7d759f_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
Untitled_design_(1)
1/14
![স্থলভাগের আরও কাছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ইয়াস’। আপাতত ওড়িশার ধামড়া থেকে ৬০ কিমি. দূরে। দিঘা থেকে মাত্র ১০০ কিমি দূরে ঘূর্ণিঝড়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/26/3ff1405e65543a3cc30a45e87f9ecfb25b4ea.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
স্থলভাগের আরও কাছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ইয়াস’। আপাতত ওড়িশার ধামড়া থেকে ৬০ কিমি. দূরে। দিঘা থেকে মাত্র ১০০ কিমি দূরে ঘূর্ণিঝড়।
2/14
![উত্তাল ঢেউ। তীব্র হাওয়া। শুনশান গোটা এলাকা। ইয়াসের আগেই পাঁচিল টপকে রাস্তায় ঢেউয়ের ঝাপট। ইয়াসের প্রভাবে বাংলা জুড়ে বৃষ্টির পূর্বাভাস। কলকাতায় ঝড়ের গতি হতে পারে ঘণ্টায় ৭৫ কিমি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/26/7ed12caae78b2648cb86895b7eeb253f74b7f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
উত্তাল ঢেউ। তীব্র হাওয়া। শুনশান গোটা এলাকা। ইয়াসের আগেই পাঁচিল টপকে রাস্তায় ঢেউয়ের ঝাপট। ইয়াসের প্রভাবে বাংলা জুড়ে বৃষ্টির পূর্বাভাস। কলকাতায় ঝড়ের গতি হতে পারে ঘণ্টায় ৭৫ কিমি।
3/14
![সকাল থেকে ইয়াসের ল্যান্ডফল পয়েন্ট ধামড়ায় ঝোড়ো হাওয়া, তুমুল বৃষ্টি। আবহাওয়া খারাপ বালেশ্বর, ভদ্রকে। ওড়িশা উপকূলেও চোখ রাঙাচ্ছে ঝড়। ভারী বৃষ্টির সঙ্গেই চলছে ঝোড়ো হাওয়া।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/26/0e0cb1d5a66e2c97d6e9bba341afba76d5f2a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সকাল থেকে ইয়াসের ল্যান্ডফল পয়েন্ট ধামড়ায় ঝোড়ো হাওয়া, তুমুল বৃষ্টি। আবহাওয়া খারাপ বালেশ্বর, ভদ্রকে। ওড়িশা উপকূলেও চোখ রাঙাচ্ছে ঝড়। ভারী বৃষ্টির সঙ্গেই চলছে ঝোড়ো হাওয়া।
4/14
![রাতভর কলকাতায় ঝোড়ো হাওয়া, বিক্ষিপ্ত বৃষ্টি। আগাম সতর্কতায় বন্ধ আজ রাত পর্যন্ত বন্ধ কলকাতা বিমানবন্দর। বন্ধ ভুবনেশ্বর বিমানবন্দরও।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/26/5c1a9297bdca6ae94bedbfcabe60af441ad4f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রাতভর কলকাতায় ঝোড়ো হাওয়া, বিক্ষিপ্ত বৃষ্টি। আগাম সতর্কতায় বন্ধ আজ রাত পর্যন্ত বন্ধ কলকাতা বিমানবন্দর। বন্ধ ভুবনেশ্বর বিমানবন্দরও।
5/14
![মৌসম ভবন সূত্রে খবর, ওড়িশার ধামড়া থেকে এই মুহূর্তে ৪০ কিলোমিটার ও বালেশ্বর থেকে ৯০ কিলোমিটার দূরে রয়েছে। সকাল ১০টা নাগাদ ধামড়া ও বালেশ্বরের মাঝামাঝি স্থলভূমিতে আছড়ে পড়তে চলেছে ইয়াস। দিঘা থেকে ৯০ কিমি দূরে রয়েছে ইয়াস। ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩০-১৪০ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৫৫ কিলোমিটার।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/26/8a18ff3257ba6caaa553d8a0e95aa4cea9f17.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মৌসম ভবন সূত্রে খবর, ওড়িশার ধামড়া থেকে এই মুহূর্তে ৪০ কিলোমিটার ও বালেশ্বর থেকে ৯০ কিলোমিটার দূরে রয়েছে। সকাল ১০টা নাগাদ ধামড়া ও বালেশ্বরের মাঝামাঝি স্থলভূমিতে আছড়ে পড়তে চলেছে ইয়াস। দিঘা থেকে ৯০ কিমি দূরে রয়েছে ইয়াস। ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩০-১৪০ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৫৫ কিলোমিটার।
6/14
![আছড়ে পড়ার আগেই প্রভাব দেখাতে শুরু করেছে ইয়াস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। সবথেকে বেশি প্রভাব পড়ার কথা পূর্ব মেদিনীপুরে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/26/ca2827fe36ca5cab0762b590b5190382b7d5b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আছড়ে পড়ার আগেই প্রভাব দেখাতে শুরু করেছে ইয়াস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। সবথেকে বেশি প্রভাব পড়ার কথা পূর্ব মেদিনীপুরে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
7/14
![দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জে উত্তাল সমুদ্র। আশপাশের গ্রামগুলোতে জল ঢোকার সম্ভাবনা। আতঙ্কিত গ্রামবাসীর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/26/55bb5c228f7e1d369c25624abdee183c286eb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জে উত্তাল সমুদ্র। আশপাশের গ্রামগুলোতে জল ঢোকার সম্ভাবনা। আতঙ্কিত গ্রামবাসীর
8/14
![গতকাল রাত থেকে উপান্ন ভবনে রয়েছেন মুখ্যমন্ত্রী। নজর রাখছেন পরিস্থিতির ওপর। গতকাল আসেন জগদীপ ধনকড়ও।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/26/ab3b0b95f684da6839252b0a957ac79165bbf.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
গতকাল রাত থেকে উপান্ন ভবনে রয়েছেন মুখ্যমন্ত্রী। নজর রাখছেন পরিস্থিতির ওপর। গতকাল আসেন জগদীপ ধনকড়ও।
9/14
![ঝড়ের দাপট থেকে বাঁচাতে চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে ট্রেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/26/66d3812498e2ff21de43693abdf829e203e44.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ঝড়ের দাপট থেকে বাঁচাতে চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে ট্রেন।
10/14
![উত্তর ২৪ পরগনার সন্দেশখালির ধামাখালিতে রাতভর বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। কলাবতী নদীতে জলস্তর বাড়লে ন্যাজাট-সহ বিভিন্ন জায়গায় দুর্বল নদী বাঁধ ভেঙে পড়ার আশঙ্কা। যদিও দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/26/af86811f574657dbb9273da0041d86f1f2c4e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
উত্তর ২৪ পরগনার সন্দেশখালির ধামাখালিতে রাতভর বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। কলাবতী নদীতে জলস্তর বাড়লে ন্যাজাট-সহ বিভিন্ন জায়গায় দুর্বল নদী বাঁধ ভেঙে পড়ার আশঙ্কা। যদিও দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।
11/14
![বেলা ১২টা নাগাদ ওড়িশার ধামড়া ও বালেশ্বরের মাঝে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ইয়াস। সকাল ৬টা নাগাদ বালেশ্বর থেকে ১৪০ কিলোমিটার দূরে ঘূর্ণিঝড়ের অবস্থান। হাওয়ার দাপট ক্রমশ বাড়ছে। লাগাতার তুমুল বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/26/86420ba910700bd5bb73cfade227d936ad30a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বেলা ১২টা নাগাদ ওড়িশার ধামড়া ও বালেশ্বরের মাঝে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ইয়াস। সকাল ৬টা নাগাদ বালেশ্বর থেকে ১৪০ কিলোমিটার দূরে ঘূর্ণিঝড়ের অবস্থান। হাওয়ার দাপট ক্রমশ বাড়ছে। লাগাতার তুমুল বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া।
12/14
![ভোর থেকেই উত্তাল দিঘার সমুদ্র। ঘূর্ণিঝড় আসার আগেই প্রবল বেগে হাওয়া বইছে। বৃষ্টি হচ্ছে। দিঘা ও আশপাশের এলাকা থেকে বাসিন্দা ও স্থানীয় হোটেল থেকে সমস্ত কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সাইক্লোন সেন্টারে আশ্রয় নিয়েছেন বহু মানুষ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/26/adfc6d308f6ad4c645bc93d61649c5eb6ad4d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ভোর থেকেই উত্তাল দিঘার সমুদ্র। ঘূর্ণিঝড় আসার আগেই প্রবল বেগে হাওয়া বইছে। বৃষ্টি হচ্ছে। দিঘা ও আশপাশের এলাকা থেকে বাসিন্দা ও স্থানীয় হোটেল থেকে সমস্ত কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সাইক্লোন সেন্টারে আশ্রয় নিয়েছেন বহু মানুষ।
13/14
![ইতিমধ্যেই বেড়েছে গঙ্গার জলস্থর। আকাশ ঢেকেছে কালো মেঘে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/26/d39097744d688cade54fb337951f4193e9529.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ইতিমধ্যেই বেড়েছে গঙ্গার জলস্থর। আকাশ ঢেকেছে কালো মেঘে।
14/14
![ছবি সৌজন্যে: পিটিআই](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/26/bb33d9e39cd9ac42b7e3bc69539e6954274f1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ছবি সৌজন্যে: পিটিআই
Published at : 26 May 2021 07:37 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)