এক্সপ্লোর
Siblings Day 2022: আজ সহোদর দিবস, কীভাবে পালন করছেন দিনটি?
আজ সহোদর দিবস
1/10

আজ সহোদর দিবস। প্রতি বছর ১০ এপ্রিল দিনটি পালিত হয়। ভাই-বোনের সঙ্গে যতই ঝগড়া-মারামারি হোক না, ভালবাসাও থাকে। আজ সেই ভালবাসা উদযাপনের দিন।
2/10

ভাই-বোন জীবনের অন্যতম অঙ্গ। যাঁদের নিজেদের ভাই বা বোন আছে, তাঁরা বেশিরভাগ জিনিসই একে অপরের সঙ্গে ভাগ করে নেন। যাঁদের নিজেদের ভাই বা বোন নেই, তাঁদেরও তুতো ভাই বা বোনের সঙ্গে ভাল সম্পর্ক থাকতে পারে। অনেক বন্ধুর সঙ্গেও ভাই-বোনের মতো সম্পর্ক হয়ে যায়।
Published at : 10 Apr 2022 11:17 AM (IST)
আরও দেখুন






















