এক্সপ্লোর
Air Pollution: ভয়াবহ দূষণ দিল্লিতে, দীপাবলিতে বাজি পোড়ানোর পর বাড়ল উদ্বেগ
Delhi Air Pollution: CPCB-র তথ্য অনুযায়ী পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বের অন্যতম দূষিত শহর ছিল দিল্লি !

প্রতীকী ছবি
1/10

দূষণে ভয়াবহ অবস্থা রাজধানীর (Air Pollution)।
2/10

CPCB-র তথ্য অনুযায়ী পরিসংখ্যান বলছে, সোমবার বিশ্বের অন্যতম দূষিত শহর ছিল দিল্লি
3/10

মঙ্গলবার সকালে রাজধানীর একাধিক এলাকায় বাতাসের গুণগত মান ফের উদ্বেগ বাড়িয়েছে।
4/10

মূলত রবিবার থেকেই গোটা রাজধানীতে বাজি পুড়িয়ে দীপাবলি উদযাপন করা হয়। আর যা নিয়ে ইতিমধ্যেই একের অপরের বিরুদ্ধে দোষারপ করেছে আম আদমী পার্টি এবং ভারতীয় জনতা পার্টি।
5/10

এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) অনুযায়ী তথ্য বলছে, সোমবার ছিল ৩৫৮ ।
6/10

মঙ্গলবার ভোর ৫ টায় ৪০০ এর ঘর পার করে। AQI গিয়ে দাঁড়ায়, ৪২২তে।
7/10

CPCB এর তথ্য অনুযায়ী, নয়ডা এয়ার কোয়ালিটি ইনডেক্স গিয়ে দাঁড়িয়েছে, ৪০৬-এ।
8/10

তবে শুধু রাজধানী এলাকাতেই নয়, দ্বারকাতেও বায়ু দূষণ এবার উদ্বেগ বাড়িয়েছে।
9/10

মঙ্গলবার টক্সিক আবহাওয়ার মধ্য়েই সূর্যোদয় হয়েছে হরিয়ানার গুরুগ্রামেও। এয়ার কোয়ালিটি ইনডেক্স গিয়ে দাঁড়িয়েছে, ৪৩০এ।
10/10

স্বাভাবিকভাবেই প্রতিবছরের মতো যাতে এবছরও বিপদজ্জনক স্মৃতি আর না ফেরে, সেজন্য আগাম খেয়াল রাখছে দিল্লি প্রশাসন।
Published at : 14 Nov 2023 03:52 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
বাজেট
বাজেট
বাজেট
Advertisement
ট্রেন্ডিং
