এক্সপ্লোর
Assam Flood: বিপদ সীমার উপরেই বইছে ব্রহ্মপুত্র, অসমে দগদগে বন্যার ক্ষত
Assam Flood Update: এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি পরিস্থিতি। বেশ কিছু জায়গায় রয়েছে সতর্কতা। বিপর্যস্ত অসমের জনজীবন।

ফাইল ছবি
1/9

ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে অসমের পরিস্থিতি। প্রশাসন সূত্রে খবর, রবিবার জল স্তর বেশ খানিকটা কমেছে।
2/9

বরাক উপতক্যা এবং মধ্য অসমের বেশ কিছু জেলা বাদে বাকি জেলাগুলিতে কোনও সতর্কতা জারি করা হয়।
3/9

এদিকে, শনিবার রাতে অসম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (ASDMA) তরফে জানানো হয়েছে, ধেমাজি জেলার গোগামুখ রেভিনিউ সার্কেলে একজনের মৃত্যু হয়েছে।
4/9

সূত্রের খবর, চলতি বছর বন্যা, ধস, ঝড় এবং বজ্রপাতে মৃত্যু হয়েছে ১০৭ জনের।
5/9

রিপোর্ট অনুযায়ী, বারপেটা, কাছাড়, চিরাং, দারাং, ধেমাজি, ধুবরি, ডিব্রুগড়, গোয়ালপাড়া, গোলাঘাট, হাইলাকান্দি, জোড়হাট, কামরুপ, কামরুপ মেট্রোপলিটন, করিমগঞ্জ, মাজুলি, মরিগাঁও, নগাঁও, নলবাড়ি, শিবসাগর এবং দক্ষিণ সালমারা জেলায় ৮ লক্ষ ৪০ হাজার জন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন।
6/9

কাছাড়ে বন্যায় ক্ষতির মুখে পড়েছেন দেড় লক্ষের বেশি সাধারাণ মানুষ। ধুবরি, নগাঁওতে যথাক্রমে ১ লক্ষ ২৭ হাজার এবং ৮৮ হাজার ৫০০ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন।
7/9

প্রশাসনের তরফে ১৩ জেলায় ২২১টি ত্রাণ শিবির এবং ত্রাণ বিতরণ কেন্দ্র খোলা হয়েছে। বর্তমানে ৭২ হাজারের বেশি সাধারণ মানুষ সেখানে রয়েছেন।
8/9

নিমাতিঘাট, তেজপুর ও ধুবড়িতে বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র।
9/9

বর্তমানে, অসম জুড়ে ১ হাজার ৭০৫টি গ্রাম জলের নিচে রয়েছে। ক্ষতির মুখে পড়েছে চাষের জমিও। প্রায় ৪০ হাজার হেক্টর চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।
Published at : 14 Jul 2024 04:58 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement
ট্রেন্ডিং
