এক্সপ্লোর
Assam Flood: বিপদ সীমার উপরেই বইছে ব্রহ্মপুত্র, অসমে দগদগে বন্যার ক্ষত
Assam Flood Update: এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি পরিস্থিতি। বেশ কিছু জায়গায় রয়েছে সতর্কতা। বিপর্যস্ত অসমের জনজীবন।
ফাইল ছবি
1/9

ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে অসমের পরিস্থিতি। প্রশাসন সূত্রে খবর, রবিবার জল স্তর বেশ খানিকটা কমেছে।
2/9

বরাক উপতক্যা এবং মধ্য অসমের বেশ কিছু জেলা বাদে বাকি জেলাগুলিতে কোনও সতর্কতা জারি করা হয়।
Published at : 14 Jul 2024 04:58 PM (IST)
আরও দেখুন






















