এক্সপ্লোর
Atal Bihari Vajpayee: 'আমি অবিবাহিত, ব্যাচেলর নই...' বিয়ের প্রশ্নবাণে বারবার বিদ্ধ বাজপেয়ি কেন একথা বলেছিলেন?
Atal Bihari Vajpayee Birthday: কেন বিয়ে করেননি এ প্রশ্নবাণে বিদ্ধ হয়ে বারংবার তিনি যা উত্তর দিয়েছেন তা প্রাক্তন প্রধানমন্ত্রীর 'সেন্স অব হিউমর' এর প্রকাশ।

বিয়ের বাঁধনে আবদ্ধ হননি অটল বিহারী বাজপেয়ি
1/7

তিনি বাগ্মী যেমন ছিলেন, তেমন কৌতুক রসবোধেও পরিপূর্ণ ছিলেন। আজ অটল বিহারী বাজপেয়ির জন্মদিন। রাজনৈতিক জীবনে তাঁকে একাধিকবার যে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তা হল- বিয়ে। কেন বিয়ে করেননি এ প্রশ্নবাণে বিদ্ধ হয়ে বারংবার তিনি যা উত্তর দিয়েছেন তা প্রাক্তন প্রধানমন্ত্রীর 'সেন্স অব হিউমর' এর প্রকাশ। ছবি- PTI
2/7

একটি রিপোর্টে বলা হয়েছে অটল বিহারী বাজপেয়ীকে বিয়ে সংক্রান্ত সবচেয়ে বেশি প্রশ্ন করা হত। অত্যন্ত কৌতুকের সঙ্গেই সে সব প্রশ্নের উত্তর দিতেন বিজেপি নেতা। ছবি- PTI
3/7

একবার একটি অনুষ্ঠানে এক মহিলা সাংবাদিক তাঁকে জিজ্ঞেস করেছিলেন, 'বাজপেয়েজি, আপনি এখনও অবিবাহিত কেন?', এর উত্তরে তিনি বলেন, আদর্শ স্ত্রীর সন্ধানে। পাল্টা প্রশ্ন ছুঁড়েছিলেন সাংবাদিকও। প্রশ্ন আসে- 'এখন কি সেই মহিলাকে খুঁজে পাননি', উত্তরে বাজপেয়ি বলেছিলেন- 'পাওয়া গিয়েছে, কিন্তু ওই মহিলাও একজন আদর্শ স্বামী খুঁজছিলেন'। ছবি- PTI
4/7

সারাজীবনে বিয়ের বাঁধনে আবদ্ধ হননি অটল বিহারী বাজপেয়ি। দীর্ঘদিনের বন্ধু রাজকুমারি কউলের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জনও ছিল। যদিও সে প্রসঙ্গও কৌতুকের সঙ্গেই এড়িয়ে গিয়েছেন তিনি। ছবি- PTI
5/7

১৯৭৮ সালে বিদেশমন্ত্রী ছিলেন বাজপেয়ি। চিন ও পাকিস্তান সফর থেকে ফিরে সংবাদ সম্মেলন করছিলেন তিনি। সেই সময় এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেছিলেন, '"বাজপেয়ী জি, পাকিস্তান, কাশ্মীর এবং চিনের কথা বাদ দিয়ে আমাকে বলুন মিসেস কউলের ব্যাপারটা কী?" ছবি- PTI
6/7

এদিকে এমন প্রশ্ন শুনে সকলে মুখে আর কথা নেই। সকলেরই মনে মনে ভয় এই বোধহয় রেগে উঠলেন অটলজি। কিন্তু 'রাজনীতির ভীষ্ম' সে প্রশ্নের উত্তুরে সকৌতুকে বলেছিলেন, "এটা কাশ্মীরের মতো একটা সমস্যা।" ছবি- PTI
7/7

তবে শুধু বিয়ের প্রশ্নই নয়। বক্তৃতা দেওয়ার সময়ও তাঁর 'সেন্স অব হিউমার' এর প্রকাশ পাওয়া যায়। ২০০৪ সালে নির্বাচনী সমাবেশে ভাষণ দিতে বিহারে গিয়েছিলেন তিনি। সেই সময় মঞ্চ থেকে বলেন, আমি অটল এবং বিহারীও। যা শুনে হাততালিতে ফেটে পড়েছিল মঞ্চ। ছবি- PTI
Published at : 25 Dec 2023 02:12 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
