এক্সপ্লোর
Atal Bihari Vajpayee: 'আমি অবিবাহিত, ব্যাচেলর নই...' বিয়ের প্রশ্নবাণে বারবার বিদ্ধ বাজপেয়ি কেন একথা বলেছিলেন?
Atal Bihari Vajpayee Birthday: কেন বিয়ে করেননি এ প্রশ্নবাণে বিদ্ধ হয়ে বারংবার তিনি যা উত্তর দিয়েছেন তা প্রাক্তন প্রধানমন্ত্রীর 'সেন্স অব হিউমর' এর প্রকাশ।
বিয়ের বাঁধনে আবদ্ধ হননি অটল বিহারী বাজপেয়ি
1/7

তিনি বাগ্মী যেমন ছিলেন, তেমন কৌতুক রসবোধেও পরিপূর্ণ ছিলেন। আজ অটল বিহারী বাজপেয়ির জন্মদিন। রাজনৈতিক জীবনে তাঁকে একাধিকবার যে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তা হল- বিয়ে। কেন বিয়ে করেননি এ প্রশ্নবাণে বিদ্ধ হয়ে বারংবার তিনি যা উত্তর দিয়েছেন তা প্রাক্তন প্রধানমন্ত্রীর 'সেন্স অব হিউমর' এর প্রকাশ। ছবি- PTI
2/7

একটি রিপোর্টে বলা হয়েছে অটল বিহারী বাজপেয়ীকে বিয়ে সংক্রান্ত সবচেয়ে বেশি প্রশ্ন করা হত। অত্যন্ত কৌতুকের সঙ্গেই সে সব প্রশ্নের উত্তর দিতেন বিজেপি নেতা। ছবি- PTI
Published at : 25 Dec 2023 02:12 PM (IST)
আরও দেখুন






















