এক্সপ্লোর
Balai Chand Mukhopadhyay Birthday: বনফুলের সুবাসে, ডাক্তারি-কলম চলেছে সমান তালে, জন্মদিনে ফিরে দেখা সাহিত্যিককে
জন্মদিনে ফিরে দেখা।
1/10

প্রবাসে থেকে আজকাল বাংলা বলাই ভুলতে বসেছেন মানুষ। অথচ প্রবাসে থেকে একধারে প্রেসক্রিপশন যেমন লিখে গিয়েছেন, তেমনই অবিরত থেকেছে তাঁর সাহিত্যচর্চা। ১৩তম জন্মবার্ষিকীতে ফিরে দেখা সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায় ওরফে বনফুলকে।
2/10

পৈতৃক নিবাস ছিল আদতে হুগলি জেলার শিয়াখালায়। বাবা সত্যচরণ মুখোপাধ্যায় ছিলেন পেশায় চিকিৎসক। মা মৃণালিনী দেবী। ১৮৯৯ সালের ১৯ জুলাই বিহারের পুর্ণিয়া জেলার মণিহারি গ্রামে জন্ম বলাইচাঁদের। হাজারিবাগ কলেজ থেকে আইএসসি পাশ করে বাবার পথ অনুসরণ করে কলকাতা মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়তে আসা। শিক্ষানবীশ ছিলেন প্যাথলজির।
Published at : 19 Jul 2022 01:49 PM (IST)
আরও দেখুন




















