এক্সপ্লোর
Trailer Launch: পর্দায় অনুষা-ঋতব্রত জুটি, মুক্তি পেল অশোক বিশ্বনাথনের 'হেমন্তের অপরাহ্ন' ছবির ট্রেলার
Hemanter Aparanha: পরিচালক অশোক বিশ্বনাথনের নতুন সিনেমা 'হেমন্তের অপরাহ্ন'। ছবিতে প্রেম, ক্ষতি এবং শিল্পের বিবর্তনের মাধ্যমে দর্শকদের একটি আবেগঘন যাত্রা দেখানো হবে। অভিনয়ে অনুষা ও ঋতব্রত।

হেমন্তের অপরাহ্ন
1/10

মুক্তির অপেক্ষায় পুরস্কারজয়ী পরিচালক অশোক বিশ্বনাথনের নতুন ছবি 'হেমন্তের অপরাহ্ন'। সম্প্রতি শহরের এক পাঁচতারা হোটেলে আয়োজন করা হয় ছবির ট্রেলার লঞ্চের।
2/10

ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অনুষা বিশ্বনাথন ও ঋতব্রত মুখোপাধ্যায়কে। প্রযোজনার দায়িত্ব সামলেছেন অমিত আগরওয়াল।
3/10

প্রেম, ক্ষতি ও শিল্পের বিবর্তনের সাক্ষী থাকবেন এই ছবির দর্শক। করোনা অতিমারীর সময়ে মানুষের জীবনের অনিশ্চয়তা, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণ-সহ বিশ্বের একাধিক উদ্বেগজনক ঘটনা এই ছবির মূল বিষয়।
4/10

পরিচালকের কথায়, 'এই ছবি দর্শককে অবসরের পরের জীবন এবং মৃত্যুর পরের জীবন, আকাঙ্ক্ষা এবং হতাশা, আজকের তরুণ প্রজন্মের ভার্চুয়াল বাস্তবতা, বর্ধিত বাস্তবতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে পরিপূর্ণ সমাজের পরিবর্তন সংক্রান্ত একাধিক প্রশ্ন নিয়ে ভাবাবে।'
5/10

'ছবির প্রেক্ষাপটে লকডাউন এবং ইউক্রেন তথা গাজায় যুদ্ধের ভয়ঙ্কর ফলাফল সম্পর্কে বলা হয়েছে।' ছবির প্রযোজকই সম্পাদনার কাজ করেছেন। পরিচালকের কথায়, 'তিনি এর আগেও আমার পুরস্কার বিজয়ী তথ্যচিত্র এবং চলচ্চিত্র ট্রেলারের সম্পাদক হিসেবে কাজ করেছেন। 'হেমন্তের অপরাহ্ন'র ট্রেলার দারুণ হয়েছে এবং তিনি এবারেও খুব ভাল কাজ করেছেন।'
6/10

প্রযোজকের কথায়, 'ছবির প্রযোজক হিসেবে আমি খুবই সন্তুষ্ট বোধ করছি। ছবিটির গল্প, তার বার্তা, সর্বোপরি অশোকদা যেভাবে ছবিটি পরিচালনা করেছেন তা আমার খুব পছন্দ হয়েছে। তাঁর আগের গুরুত্বপূর্ণ কাজগুলির মতো এই সিনেমারও একই স্বাদ রয়েছে, সঙ্গে রয়েছে একটি আশ্চর্যজনক বর্ণনা।'
7/10

'এই সিনেমা যুবসমাজ এবং প্রবীণ সমাজের একটি বিশাল অংশের, বিশেষ করে থিয়েটার এবং চলচ্চিত্র প্রেমীদের কাছে পৌঁছবে। এটি একটি পারিবারিক সিনেমা, এতে প্রত্যেককে অনুপ্রাণিত ও প্রভাবিত করার মত গল্প এবং বার্তা রয়েছে।'
8/10

অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায়ের কথায়, 'এই ছবির অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত। এমন একটি সিনেমা যা জীবনের জটিলতাকে সুন্দরভাবে ধারণ করে এবং দর্শকদের সঙ্গে গভীরভাবে অনুরণিত হওয়ার প্রতিশ্রুতি দেয়।'
9/10

অভিনেত্রী অনুষা বিশ্বনাথন বলেন, 'এই ছবি মানুষের আবেগ এবং সম্পর্কের আবেগঘন অন্বেষণ। আমি এই অসাধারণ ছবিতে আমার চরিত্রটিকে প্রাণবন্ত করতে পেরে সম্মানিত বোধ করছি।'
10/10

ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সত্যপ্রিয় মুখোপাধ্যায়। বলিষ্ঠ পার্শ্ব চরিত্রে রয়েছেন বিদীপ্তা চক্রবর্তী। এই সিনেমা চলতি বছরের ১২ জুলাই, বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
Published at : 25 Jun 2024 03:20 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
