জনপ্রিয় ই কমার্স পোর্টাল Babyoye-তে বিনিয়োগ করেছেন করিশমা কপূর। এরা মহিলা ও শিশুদের জিনিসপত্র বিক্রি করে। এতে তাঁর ২৫ শতাংশ শেয়ার রয়েছে।
2/7
মুম্বইয়ে নিজের বিরাট রেস্তোঁরা খুলেছেন শিল্পা শেট্টি। এছাড়া তিনি স্পা ও ওয়েলনেস চেন চালান, নাম IOSIS।
3/7
ফ্যাশন ডিজাইনার বোন রিয়াকে সঙ্গে নিয়ে সোনম কপূর তৈরি করেছেন হাই স্ট্রিট ক্লোদিং লেবেল Rheason।
4/7
বিউটি ব্র্যান্ড নায়কার সঙ্গে মিলে ক্যাটরিনা কাইফ তৈরি করেছেন নিজস্ব মেকআপ ব্র্যান্ড Kaybeauty।
5/7
সফল অভিনেত্রী হওয়ার পাশাপাশি অনুষ্কা শর্মা সফল প্রযোজকও। ভাই কার্ণেশ শর্মার সঙ্গে মিলে ক্লিন স্লেট প্রযোজনা সংস্থা খুলেছেন তিনি। তাঁদের হাউস এনএইচ ১০, পরী-র মত ছবি করেছে।
6/7
জ্যাকলিন ফার্নান্ডেজ একটি জ্যুস ও বেভারিজ কোম্পানিতে বিনিয়োগ করেছেন। তারা স্যুপ, টাটকা জ্যুস, ডাবের জল, স্মুদিজের মত জিনিস বিক্রি করে।
7/7
মাল্টিটাস্কিংয়ের যুগ পড়েছে। বলিউড অভিনেত্রীরাও আর শুধু লাইট ক্যামেরা অ্যাকশনে সীমাবদ্ধ নেই। পুরোপুরি ব্যবসায় নেমে পড়েছেন তাঁরা। কে কোথায় বিনিয়োগ করেছেন দেখে নেওয়া যাক।