এক্সপ্লোর
Dwarka Submarine Tourism: শ্রী কৃষ্ণের হাতে তৈরি, আপনা থেকেই ডুব জলে! প্রাচীন দ্বারকা নগরীতে সাবমেরিন পর্যটন
Ancient Dwarka City: দেশের প্রথম সাবমেরিন পর্যটন, সূচনা প্রাচীন দ্বারকা নগরী থেকে। ছবি: ফ্রিপিক ও ডিডি নিউজ।।
ছবি: ফ্রিপিক।
1/10

প্রযুক্তির দৌলতে অসম্ভবও এখন সম্ভবে পরিণত হয়েছে। সেই ধারা বজায় রেখে এবার জলের নিতে পর্যটন ব্যবসায় উদ্যত হল গুজরাত সরকার। জলের নিচে হারিয়ে যাওয়া প্রাচীন দ্বারকা নগরী দর্শনের ব্যবস্থা করতে চলেছে তারা। ছবি: ফ্রিপিক ও ডিডি নিউজ।
2/10

জলে নিমজ্জিত দ্বারকা নগরীকে ঘিরে গুজরাত সরকারই দেশের প্রথম সাবমেরিন কেন্দ্রীক পর্যটন গড়ে তুলতে চলেছে। সেই নিয়ে মাজগাঁও ডক লিমিটেড সংস্থার সঙ্গে চুক্তিও হয়েছে তাদের। ২০২৪ সালের দীপাবলিতেই জলের নিচে এই পর্যটনের সূচনা ঘটানোর লক্ষ্য রয়েছে। এর আওতায় সমুদ্রের নিচের জগৎ কাছ থকে দেখার সুযোগ পাবেন পর্যটকরা। ছবি: ফ্রিপিক ও ডিডি নিউজ।
Published at : 20 Jan 2024 08:17 AM (IST)
আরও দেখুন






















