এক্সপ্লোর
Advertisement

Tulip Garden Festival: পর্যটকদের জন্য খুলে গেল এশিয়ার সবচেয়ে বড় টিউলিপ বাগান

টিউলিপ
1/8

দর্শকদের জন্য আজ থেকে খুলে গেল এশিয়ার সবচেয়ে বড় টিউলিপ গার্ডেন। শ্রীনগরের জাবারওয়ান পাহাড়ের পাদদেশে থাকা এই বাগানটির নাম প্রাক্তন নাম সিরাজ বাগ। বর্তমানে এটি পরিচিত ইন্দিরা গাঁধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন নামে।
2/8

২০০৮ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী গুলাম নবী আজাদ এই বাগানটি উদ্বোধন করেছিলেন। এরপর থেকে প্রতিবছর মার্চ মাসের ২৫ তারিখে সর্বসাধারণের জন্য খুলে যায় এই বাগান। প্রত্যেক বছরই বিভিন্ন ফুলের সম্ভার মুগ্ধ করে দর্শকদের।
3/8

এই বছর টিউলিপ বাগানের ছবি ট্যুইট করে বাগানটি খুলে যাওয়ার সুখবর দেন খোদ নরেন্দ্র মোদি।
4/8

বছরের এই সময়ে কাশ্মীরে ঘুরতে আসা পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণের কারণ হয়ে দাঁড়ায় টিউলিপ গার্ডেন। আজ ট্যুইটারে মোদি সবাইকে টিউলিপ গার্ডেনে আসার আমন্ত্রণ জানান।
5/8

ট্যুইটারে মোদি লিখেছেন, “সুযোগ পেলেই জম্মু ও কাশ্মীরে যান ও টিউলিপ উৎসবের সাক্ষী থাকুন। টিউলিপ ছাড়াও জম্মু ও কাশ্মীরের মানুষের উষ্ণ অভ্যর্থনা পাবেন আপনি।”
6/8

এই বছর বাগানে ১৫ লক্ষ ফুল রয়েছে। ৬৪ রকমের ফুল দেখা যাবে এই বছর টিউলিপ গার্ডেনে।
7/8

সূত্রের খবর, আপাতত মাত্র ২৫ শতাংশ ফুট ফুটেছে এই বাগানের। এরপর ফুলে ঢেকে যাবে এই বাগান।
8/8

গতবছর করোনা অতিমারীর কারণে বন্ধ ছিল টিউলিপ গার্ডেন। এই বছর আবার এই বাগান খুলে দেওয়া হলেও প্রবেশের আগে মানতে হবে করোনা বিধি
Published at : 25 Mar 2021 06:28 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
খুঁটিনাটি
Advertisement
ট্রেন্ডিং
