এক্সপ্লোর
Bharat Jodo Yatra: পাঞ্জাবে রাহুল, এরপরে ভারত জোড়ো যাত্রা কাশ্মীরমুখী
Rahul Gandhi:বুধবার থেকে পাঞ্জাবে ভারত জোড়ো যাত্রা শুরু হয়েছে।

নিজস্ব চিত্র
1/10

ফের শুরু হয়েছে ভারত জোড়ো যাত্রা। রাহুল গাঁধীর নেতৃত্বে কংগ্রেসের এই পদযাত্রা এখন চলছে পাঞ্জাবের উপর দিয়ে।
2/10

বৃহস্পতিবার পাঞ্জাবে ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় দিন। এদিন লুধিয়ানা থেকে পদযাত্রা শুরু হয়। এদিন দুপুরে একটি জনসভাও হয়।
3/10

ভারত জোড়ো যাত্রায় এবার সঞ্জয় রাউত। শিবসেনার উদ্ধব ঠাকরে গোষ্ঠীর এই প্রথম সারির নেতা এবার হাঁটলেন কংগ্রেসের এই কর্মসূচিতে।
4/10

বুধবার থেকে পাঞ্জাবে ভারত জোড়ো যাত্রা শুরু হয়েছে। সেদিন ফতেহগঢ় সাহিবে গিয়েছিলেন রাহুল।
5/10

পাঞ্জাবে গত বিধানসভা নির্বাচনেই পর্যুদস্ত হয়েছিল কংগ্রেস। সেখানেই ভারত জোড়ো যাত্রায় ভাল সাড়া মিলছে বলে দাবি কংগ্রেসের।
6/10

অপারেশন ব্লু-স্টার, ইন্দিরা গাঁধীর হত্যা এবং তার পরবর্তী ১৯৮৪ সালের সংঘর্ষ- বারবার নানা ঘটনায় পাঞ্জাব নিয়ে প্রবল অস্বস্তিতে ছিল কংগ্রেস। যদিও তারপরেও সেই রাজ্যে জয়ের মুখ দেখেছে হাত শিবির।
7/10

১৯৮৪ সালের ঘটনায় নিপীড়িতদের একটি সংগঠনের তরফে কংগ্রেসের কর্মসূচি নিয়ে ক্ষোভ জানানো হয়েছে। কংগ্রেসের অফিসের সামনে বিক্ষোভ দেখানোর কর্মসূচিও ছিল। যদিও অনেক জায়গায় তাদের পুলিশ বাধা দিয়েছে বলে দাবি।
8/10

পাঞ্জাবেও একই চেহারায় দেখা গেল রাহুল গাঁধীকে। রাহুলকে দেখে জড়িয়ে ধরলেন এক সমর্থক।
9/10

লুধিয়ানার পদযাত্রা চলাকালীন কংগ্রেস সমর্থক-অনুরাগীদের সঙ্গে এক ফ্রেমে রাহুল।
10/10

৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্য়াকুমারী থেকে শুরু হয়েছে এই পদযাত্রা। মোট ১২টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের উপর দিয়ে এই পদযাত্রা যাওয়ার কথা। দক্ষিণের রাজ্যে দীর্ঘদিন ধরে পদযাত্রা চলেছে। তারপরে মধ্যভারত পেরিয়ে দিল্লি এসেঠে এই পদযাত্রা। তারপর কিছুদিন বিরতি নিয়ে ফের শুরু হয়েছে। এখন পদযাত্রা চলছে পাঞ্জাবে। এরপর জম্মু কাশ্মীরে যাবে ভারত জোড়ো যাত্রা। সব ছবি: PTI এবং কংগ্রেসের টুইটার হ্যান্ডেল
Published at : 12 Jan 2023 08:30 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
