এক্সপ্লোর
Rahul Gandhi:কেদারনাথে পুজো রাহুল গাঁধী, করলেন 'চায়ে সেবা'-ও
Kedarnath News:কেদারনাথের মন্দিরে পুজো দিয়ে সফর শুরু করলেন ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। পরে ফেসবুক পেজে সে কথা জানিয়ে পোস্টও দিয়েছেন রাহুল।
কেদারনাথে পুজো রাহুল গাঁধী, করলেন 'চায়ে সেবা'-ও
1/8

কেদারনাথের মন্দিরে পুজো দিয়ে সফর শুরু করলেন ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। পরে ফেসবুক পেজে সে কথা জানিয়ে পোস্টও দিয়েছেন রাহুল।
2/8

এদিন প্রাইভেট হেলিকপ্টারে করে কেদারনাথ মন্দিরে পৌঁছন কংগ্রেস সাংসদ। মন্দিরের পুরোহিত ও স্থানীয় কংগ্রেস কর্মীরা তাঁকে অভ্যর্থনা জানান।
3/8

রাহুল ফেসবুক পেজে লেখেন, 'উত্তরাখণ্ডে কেদারনাথ ধামে গিয়েছিলাম। দর্শন করেছি। পুজোও দিলাম। হর হর মহাদেব।'
4/8

পরে মন্দিরের আরতি-তেও যোগ দিতে দেখা যায় রাহুলকে। পুণ্যার্থীদের 'চা'-এর প্রস্তাবও দেন ওয়েনাড়ের সাংসদ।
5/8

সূত্রের খবর, কেদারনাথে তিন দিন থাকার কথা ওয়েনাড়ের সাংসদের। আজ রাতেও কেদারনাথের মন্দিরের 'সেবায়' যোগ দেওয়ার কথা তাঁর।
6/8

প্রাক্তন কংগ্রেস সভাপতির 'ভারত জোড়ো' যাত্রারই অংশ এটি, দাবি কংগ্রেস সূত্রে। এর আগে অমৃতসরের স্বর্ণমন্দিরেও গিয়েছিলেন তিনি।
7/8

পাশাপাশি 'কৈলাস যাত্রা'-ও করেন। পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে চুটিয়ে প্রচার করেছেন রাহুল। শনিবারও ছত্তিসগঢ়ে একটি নির্বাচনী সভা ছিল তাঁর।
8/8

চার ধামের অন্যতম কেদারনাথ। ভারতে যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রয়েছে, তারও অন্যতম এটি। সেখানে রাহুল গাঁধীর সফর ঘিরে উৎসাহের বান ডাকে রবিবার।
Published at : 05 Nov 2023 10:34 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























