এক্সপ্লোর
Cyclone Michaung Update: মিগজাউমের প্রভাবে ওলটপালট চেন্নাই, স্তব্ধ গোটা শহর
Cyclone Michaung in Tamilnadu:প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত চেন্নাই। জল জমে আটকে পড়েছেন বহু বাসিন্দা। তাঁদের উদ্ধারে নেমেছে সেনা।
নিজস্ব চিত্র
1/10

মিগজাউমের প্রভাবে লণ্ডভণ্ড তামিলনাড়ু। উত্তর তামিলনাড়ু উপকূলের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় মিগজাউম, আর তার প্রভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির দাপটে স্তব্ধ চেন্নাই এবং লাগোয়া এলাকার জনজীবন।
2/10

ইতিমধ্যেই IMD আগামী ২৪ ঘণ্টায় চেন্নাই ও লাগোয়া এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে। ফলে উদ্বেগ বেড়েছে বাসিন্দার, চিন্তায় স্থানীয় প্রশাসনও
3/10

৫ ডিসেম্বর, দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলে নেল্লোর ও মছলিপত্তনমের মাঝখান দিয়ে পেরোবে ঘূর্ণিঝড় মিগজাউম, এমনটাই জানিয়েছে IMD
4/10

প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত চেন্নাই। জল জমে আটকে পড়েছেন বহু বাসিন্দা। তাঁদের উদ্ধারে নেমেছে সেনা। ভারতীয় সেনার ১২টি মাদ্রাজ ইউনিট মুগালিভক্কম এবং মানাপক্কম থেকে উদ্ধার করেছে একাধিক বাসিন্দাকে।
5/10

বৃষ্টির জেরে শুধু শহরের জনজীবনই স্তব্ধ হয়েছে এমনটা নয়। চেন্নাই বিমানবন্দরেও জল জমে গিয়েছে। তার জন্য একাধিক বিমান
6/10

চেন্নাইয়ে এমন জল জমেছে যে একাধিক সাবওয়ে জলের তলায়। এমন বহু রাস্তা রয়েছে যেখানে কার্যত কোমর পর্যন্ত জল দাঁড়িয়ে রয়েছে।
7/10

তামিলনাড়ু, পন্ডিচেরির একাধিক এলাকায় লাল ও কমলা সতর্কতা জারি হয়েছিল আগেই। পূর্বাভাস মেনেই ভারী বৃষ্টি হয়েছে এইসব এলাকায়।
8/10

এবার উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানাম এলাকায় ৪ ও ৫ ডিসেম্বর অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
9/10

এই পরিস্থিতিতে তামিলনাড়ুর কুড্ডালোর বন্দরে ঝড়ের পূর্বাভাস জারি করা হয়েছে। তার জন্য যাবতীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
10/10

মিগজাউমের ধাক্কায় ইতিমধ্যেই মৃত্যুর ঘটনা ঘটেছে। চেন্নাইয়ে এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। ঝড়ের দাপটে এখনও পর্যন্ত ১১৮ টি ট্রেন বাতিল করা হয়েছে।
Published at : 04 Dec 2023 07:18 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















