এক্সপ্লোর
Covishield vaccination: ৮৪ দিনের আগেই কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ চাইছেন ? জেনে নিন আপনি যোগ্য কি না

ফাইল ছবি
1/9

প্রথম ডোজ নেওয়ার ১২ থেকে ১৬ সপ্তাহের(৮৪ দিন) ব্যবধানে নেওয়া যাবে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ। ন্যাশনাল কোভিড-১৯ ভ্যাকশিন স্ট্র্যাটেজির আওতায় এমনই সুপারিশ আছে ন্যাশনাল এক্সপার্ট গ্রুপ অন ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশন ফর কোভিড-১৯-এর।
2/9

কিন্তু, এমন অনেকেই রয়েছেন যাঁরা আন্তর্জাতিক উড়ানের জন্য নির্ধারিত সময়ের আগেই কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ নিতে চাইছেন। এই মর্মে অনুমতির জন্য আবেদন পড়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকে। এক্ষেত্রে শিক্ষা, চাকরির সুযোগ এবং খেলাধূলার মতো বিষয় রয়েছে।
3/9

এনিয়ে এমপাওয়ারড গ্রুপ ৫ (EG-5)-এ আলোচনা হয়। এরপরই ৮৪ দিনের আগেই কারা কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ পাওয়ার যোগ্য তা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে সরকার।
4/9

এক বিবৃতিতে সরকারের তরফে বলা হয়েছে, শিক্ষার জন্য যেসব ছাত্রকে বিদেশে যেতে হবে তাঁরা দ্বিতীয় ডোজ নিতে পারবেন।(প্রতীকী ছবি)
5/9

কর্মক্ষেত্রে যাঁদের বিদেশ যাত্রা করতে হবে
6/9

এছাড়া অ্যাথলিট, ক্রীড়াব্যক্তিত্ব এবং তাঁদের সহকারীরা(বিশেষ করে টোকিও অলিম্পিকের জন্য) এই আওতায় আসবেন।
7/9

তবে স্বাস্থ্যমন্ত্রক জানিয়ে দিয়েছে, অনন্তপক্ষে ২৮ দিন পর কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ নিতে হবে।
8/9

উপরের উপভোক্তাদের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের আগে তাঁদের পাসপোর্ট খতিয়ে দেখতে হবে। ভ্যাকসিনেশন সার্টিফিকেটে যেন পাসপোর্ট নম্বরের উল্লেখ থাকে। কিন্তু, যদি প্রথম ডোজের সময় পাসপোর্ট ব্যবহার না হয়ে থাকে, তাহলে যে সচিত্র পরিচয়পত্র টিকাকরণের সময় ব্যবহার করা হয়েছিল, তা ভ্যাকসিনেশন সার্টিফিকেটে প্রিন্ট করতে হবে। (ছবি সৌজন্য : Getty)
9/9

বিশেষ ক্ষেত্রে এই উপভোক্তারা যাঁরা আন্তর্জাতিক উড়ান নিতে চাইছেন, তাঁদের জন্য এই সুযোগ আপাতত ৩১ অগাস্ট পর্যন্ত থাকবে।
Published at : 15 Jun 2021 07:19 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
বিনোদনের
জেলার
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
