এক্সপ্লোর
Kulu Landslide:ধসের ধাক্কায় মুখ থুবড়ে পড়ছে বাড়ি, ভয়ঙ্কর পরিস্থিতি কুলু-য়
Himachal Pradesh:তাসের ঘরে মতো ভেঙে পড়ছে একের পর এক বাড়ি। হুড়মুড়িয়ে ভেঙে নদীতে তলিয়ে যাচ্ছে রাস্তা। হিমাচল প্রদেশের কুলুতে ভয়াবহ ধস।
ধসের ধাক্কায় মুখ থুবড়ে পড়ছে বাড়ি, ভয়ঙ্কর পরিস্থিতি কুলু-য়
1/8

তাসের ঘরে মতো ভেঙে পড়ছে একের পর এক বাড়ি। হুড়মুড়িয়ে ভেঙে নদীতে তলিয়ে যাচ্ছে রাস্তা। হিমাচল প্রদেশের কুলুতে ভয়াবহ ধস।
2/8

ক্যামেরাবন্দি বিপর্যয়ের মুহূর্ত। ধ্বংসস্তূপে নীচে অনেকের আটকে থাকার আশঙ্কা। খবর মিলতেই ঝটপট কাজে নেমে পড়েছে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা।
3/8

উদ্ধার অভিযান নির্বিঘ্নে করা যাবে কিনা, তার অনেকটাই নির্ভর করছে আবহাওয়ার মতিগতির উপর। কারণ, আবহাওয়া দফতর আজ ও কাল হিমাচল প্রদেশে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়ে রেখেছে।
4/8

এদিনের বিপর্যয়ের ভিডিও নিজের X হ্যান্ডেলে পোস্ট করেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখখু। লেখেন, 'বিধ্বংসী ধসে বাণিজ্যিক কাজে ব্যবহৃত একটি বিল্ডিং ভেঙে পড়ার ভয়ঙ্কর ছবি ধরা পড়েছে এই ভিডিওয়। তবে একটি বিষয় তাৎপর্যপূর্ণ। দুর্ঘটনাটির দুদিন আগে স্থানীয় প্রশাসন ওই এলাকাটি ঝুঁকিপূর্ণ বলে টের পেয়েছিল। তাই বিল্ডিংয়ের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়।'
5/8

এমনিতেই টানা বর্ষণ, মেঘভাঙা বৃষ্টি, বন্যা, ভূমিধস ইত্যাদির জেরে এই বর্ষায় অবর্ণনীয় অবস্থা হিমাচলের। তার উপর, রাজ্যের বেশ কিছু অংশে নিয়মিত বৃষ্টি হয়ে চলেছে।
6/8

বৃষ্টি ও ধসের পর তীব্র যানজট দেখা যায় শিমলায়। সর্বত্র তছনছ পরিস্থিতি।
7/8

শিমলারই অন্যত্র আবার বর্ষণ ও ধসের ফলে গাছ পড়ে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়ি।
8/8

মূলত তিন দফায় ভয়ঙ্কর বৃষ্টির জন্য রাজ্যজুড়ে ৭০৯টি রাস্তা বন্ধ। তীব্র বৃষ্টিতে ২২৪ জনের প্রাণ গিয়েছে। আরও ১১৭ জন মারা যান বর্ষণ-সম্পর্কিত দুর্ঘটনায়। গণ পরিকাঠামোয় ক্ষয়ক্ষতির অঙ্ক ৮ হাজার কোটি টাকারও বেশি। তার উপর এবার কুলুর ধস।
Published at : 24 Aug 2023 01:15 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















