এক্সপ্লোর
PM Modi: পরীক্ষার আগে ভোকাল টনিক মোদির! উচ্ছ্বাসে মাতল পড়ুয়ারা
Pariksha pe Charcha: প্রধানমন্ত্রীকে দেখে উচ্ছ্বাসে ভেসেছেন পড়ুয়ারা। পড়ুয়াদের দিকে হাত নাড়ান মোদি। তাঁকে দেখে কেউ ডাকছিলেন, কেউ হাত জোড় করে নমস্কার করেন।

নিজস্ব চিত্র, ছবি: পিটিআই
1/8

সামনেই দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা। পরীক্ষার চাপ কমাতে আজ প্রধানমন্ত্রী পেপ-টক নিলেন।
2/8

নয়াদিল্লির ভারত মণ্ডপমে পরীক্ষা পে চর্চা-য় পরীক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বললেন মোদি। এতে অংশ নিয়েছেন গোটা দেশের ২ কোটি ২৬ লক্ষেরও বেশি পডুয়া।
3/8

সকাল ১১টা থেকে বেলা সাড়ে ১২টা, দেড়ঘণ্টার পরীক্ষা পে চর্চা-য় প্রধানমন্ত্রীকে প্রশ্নও করতে পেরেছেন ছাত্র-ছাত্রীরা। এই অনুষ্ঠানে ছিলেন শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরাও। প্রতিবারই বোর্ডের পরীক্ষার আগে পরীক্ষার্থীদের জন্য থাকে মোদির এই ভোকাল টনিক।
4/8

'ভয় বা টেনশনে থেকে নয়, পরীক্ষা দেওয়া হোক উত্সবের মেজাজে' গতবছর পরীক্ষার্থীদের মুখোমুখি হয়ে এমনই একাধিক লাস্ট মিনিট সাজেশন দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
5/8

প্রত্যেক বছরই পরীক্ষার চাপ সংক্রান্ত সমস্যা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলাপ আলোচনা করেন প্রধানমন্ত্রী । আর তাঁকে সামনে পেয়ে অনেক ছাত্রছাত্রীই নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেয়। এবারও তেমনই একটি আলাপচারিতা হয়েছে
6/8

করোনা আবহে একবছর বন্ধ ছিল এই মুখোমুখি সেশন। ২০২২ থেকে পরপর দু-বছর ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে বোর্ড-পরীক্ষায় উৎসাহ জুগিয়েছেন প্রধানমন্ত্রী। এবারও তেমনটা হয়েছে।
7/8

পড়ুয়াদের দিয়ে একটি প্রদর্শনীরও আয়োজন করা হয়েছিল। সেখানে যান প্রধানমন্ত্রী। পড়ুয়াদের তৈরি জিনিস হাতে নিয়ে দেখেন। কথা বলেন তাদের সঙ্গে।
8/8

imagপ্রধানমন্ত্রীকে দেখে উচ্ছ্বাসে ভেসেছেন পড়ুয়ারা। পড়ুয়াদের দিকে হাত নাড়ান মোদি। তাঁকে দেখে কেউ ডাকছিলেন, কেউ হাত জোড় করে নমস্কার করেন। কেউ করমর্দনের জন্য বাড়িয়ে দেন হাত। e 9
Published at : 29 Jan 2024 05:01 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement
ট্রেন্ডিং
