এক্সপ্লোর
PM Modi: পরীক্ষার আগে ভোকাল টনিক মোদির! উচ্ছ্বাসে মাতল পড়ুয়ারা
Pariksha pe Charcha: প্রধানমন্ত্রীকে দেখে উচ্ছ্বাসে ভেসেছেন পড়ুয়ারা। পড়ুয়াদের দিকে হাত নাড়ান মোদি। তাঁকে দেখে কেউ ডাকছিলেন, কেউ হাত জোড় করে নমস্কার করেন।
নিজস্ব চিত্র, ছবি: পিটিআই
1/8

সামনেই দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা। পরীক্ষার চাপ কমাতে আজ প্রধানমন্ত্রী পেপ-টক নিলেন।
2/8

নয়াদিল্লির ভারত মণ্ডপমে পরীক্ষা পে চর্চা-য় পরীক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বললেন মোদি। এতে অংশ নিয়েছেন গোটা দেশের ২ কোটি ২৬ লক্ষেরও বেশি পডুয়া।
Published at : 29 Jan 2024 05:01 PM (IST)
আরও দেখুন






















