এক্সপ্লোর
Rahul Gandhi: রবিবার বাইক সওয়ারি, সোমবার বাসযাত্রা, অন্য মুডে রাহুল
Karnataka Election 2023: সোমবার কাজের দিনে আর পাঁচজন যাত্রীর সঙ্গে একই বাসে সওয়ার কংগ্রেস নেতা। কথা বললেন সহযাত্রীদের সঙ্গে।
নিজস্ব চিত্র, ছবি: পিটিআই
1/10

রাত পোহালেই কর্নাটকে মসনদের লড়াই। বিভিন্ন সমীক্ষায় এবার ভোটের লড়াইয়ে এগিয়ে রাখা হয়েছে কংগ্রেসকে। আপাতত দক্ষিণের এই রাজ্যে যুযুধান শিবিরের হেভিওয়েটরা টানা প্রচার চালাচ্ছেন। এবার সেখানেই দেখা গেল রাহুল গাঁধীকে। তবে একটু অন্যভাবে।
2/10

কর্নাটকের বেঙ্গালুরুতে গণপরিবহনের বাসে চড়লেন রাহুল গাঁধী। সোমবার কাজের দিনে আর পাঁচজন যাত্রীর সঙ্গে একই বাসে সওয়ার কংগ্রেস নেতা। কথা বললেন সহযাত্রীদের সঙ্গে।
Published at : 08 May 2023 06:15 PM (IST)
আরও দেখুন






















