এক্সপ্লোর
Independence Day 2023 : স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলনের সময় এই ভুল কদাপি নয় ! হতে পারে শাস্তি
শহিদ হওয়া প্রতিটি ভারতবাসীর বলিদানের মর্যাদা জড়িয়ে রয়েছে জাতীয় পতাকার সঙ্গে।
জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম-কানুন
1/10

৭৭ তম স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা তোলার প্রস্তুতি নিচ্ছে সারা দেশ। ব্রিটিশ শাসন থেকে মুক্তিলাভের দিনকে স্মরণ করবে দেশবাসী। জাতীয় পতাকা তুলে দেশের বীর শহিদদের জানানো হবে শ্রদ্ধা। জানেন কি, ইচ্ছেমতো তোলা যায় না জাতীয় পতাকা? তেরঙা তোলার রয়েছে কিছু নির্দিষ্ট নিয়ম।
2/10

২০০২ সালে Indian Flag Code বলে একটি আইন জারি হয়। তাতে রয়েছে একগুচ্ছ নিয়ম কানুন, যা ভাঙলে জরিমানা, এমনকী হাজতবাসও হতে পারে।
Published at : 14 Aug 2023 12:51 PM (IST)
আরও দেখুন






















