হোমফটো গ্যালারিইন্ডিয়াAnna Hazare Birthday: সেনাকর্মী থেকে সমাজকর্মী, মাঝে দীর্ঘ লড়াইয়ের ইতিহাস
Anna Hazare Birthday: সেনাকর্মী থেকে সমাজকর্মী, মাঝে দীর্ঘ লড়াইয়ের ইতিহাস
By : abp ananda | Updated at : 15 Jun 2022 05:42 PM (IST)
ফাইল চিত্র
1/10
ভারতে দুর্নীতি বিরোধী আন্দোলনের অন্যতম মুখ আন্না হাজারে। ভারতে লোকপাল বিল ও দুর্নীতি মুক্ত রাজনীতির লক্ষ্যে লড়াইয়ের ডাক দিয়েছিলেন প্রবীণ এই সমাজকর্মী। তাঁর ডাকে সাড়া দিয়ে রাজধানীর বুকে দীর্ঘদিন ধরে চলেছিল আন্দোলন। ছবি: গেটি
2/10
আন্না হাজারের ডাকে সেই আন্দোলনে যোগ দিয়েছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তি। সেই সময়ে দুর্নীতির বিরুদ্ধে গড়ে তোলা আন্দোলনে আন্না হাজারের পাশেই দেখা গিয়েছিল কিরণ বেদী, অরবিন্দ কেজরিওয়াল, যোগেন্দ্র যাদবের মতো ব্যক্তিত্বদের। ছবি: গেটি
3/10
মহারাষ্ট্রে জন্ম এই প্রবীণ সমাজকর্মীর। ১৯৩৭ সালের ১৫ জুন ওই রাজ্যের আহমদনগরে তিনি জন্মেছিলেন বলে জানা যায়। আবার আর একটি সূত্রে বলা হয় ১৯৪০ সালের জানুয়ারিতে তিনি জন্মেছিলেন। তাঁর আসল নাম কিষান বাবুরাও হাজারে। গান্ধীভক্ত আন্না হাজারে একাধিক সামাজকি আন্দোলনের সঙ্গে যুক্ত। ছবি: গেটি
4/10
শান্ত-নিরীহ এই প্রবীণ সমাজকর্মী সেনাবাহিনীতে ছিলেন। ষাটের দশকের একদম শুরুতে তিনি ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধে প্রত্যক্ষ অংশগ্রহণ করেছিলেন তিনি। খেম-করণ সীমান্তে লড়েছিলেন তিনি। ছবি: গেটি
5/10
ওই চাকরির পরে সমাজকর্মী হিসেবে আত্মপ্রকাশ ঘটে তাঁর। আহমদনগরের রালেগাঁন সিদ্ধি নামের একটি গ্রামে প্রথম একটি আন্দোলন শুরু করেন তিনি। মদ্যপানের বিরুদ্ধএ আন্দোলন গড়ে তুলেছিলেন তিনি। ছবি: গেটি
6/10
১৯৯১ সালে আন্না হাজারে শুরু করেন ভ্রষ্টাচার বিরোধী জন আন্দোলন। তারপরে একাাধিক বিষয়ে দন আন্দোলন গড়ে তুলেছিলেন তিনি। ১৯৯৮ সালে একটি মামলায় চাঁর তিন মাসের কারাদন্ড হয়েছিল। ছবি: গেটি
7/10
তথ্যের অধিকার আইন নিয়েও তাঁর কাজ রয়েছে। মহারাষ্ট্রে একটি আন্দোলন গড়ে তোলেন তিনি। বলা হয়, তার জন্যই মহারাষ্ট্র সরকার বাধ্য হয়েছিল মহারাষ্ট্র তথ্যের অধিকার আইন আনতে। তার উপর ভিত্তি করেই ২০০৫ সালে তথ্যের অধিকার আইন আনে ভারত সরকার। ছবি: গেটি
8/10
২০১১ সালে তাঁর তৈরি সত্যাগ্রহ আন্দোলনের কারণেই বিশ্বজুড়ে তাঁর পরিচিতি ছড়ায়। দুর্নীতি রুখতে জন লোকপাল বিল চেয়ে তাঁর আন্দোলন শুরু হয়। তাঁর দাবি তৎকালীন ভারত সরকারের তরফে নাকচ হওয়ার পরে দিল্লির যন্তর-মন্তরে তিনি অনশনও করেছিলেন। ছবি: গেটি
9/10
পরে ২০১৫ সালে ওই একই জায়গায় তিনি ফের কিছুদিনের জন্য আন্দোলনে বসেন, জমি অধিগ্রহণ ও পুনর্বাসন আইনের বিরোধিতা করে। ছবি: গেটি
10/10
সামাজিক ক্ষেত্রে তাঁর নিরলস কাজের জন্য পদ্ম-পুরস্কারে সম্মানিত হয়েছেন আন্না হাজারে। ছবি: গেটি