এক্সপ্লোর
(Source: ECI | ABP NEWS)
Assam Flood: চোখ রাঙাচ্ছে ভারী বৃষ্টি, পাল্লা দিয়ে চলছে উদ্ধারকাজ
নিজস্ব চিত্র
1/10

উদ্বেগ বাড়াচ্ছে অসমের বন্যা পরিস্থিতি। বুধবারও আরও ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে অসমে। এরই মধ্যে রাজ্য জুড়ে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। যার ফলে ফের চোখ রাঙাচ্ছে বন্যা পরিস্থিতি। ছবি: পিটিআই
2/10

এই বছরে প্রবল বর্ষা, বন্যা এবং ধসের কারণে এখনও পর্যন্ত প্রায় দেড়শো জনের মৃত্যু হয়েছে বলে খবর। বুধবার যে ১২ জনের মৃত্যুর খবর মিলেছে, তাঁদের মধ্যে কাছার ও চিরাং জেলায় ২ জন করে মৃত্যু হয়েছে। ছবি: পিটিআই
3/10

এছাড়া বরপেটা, দারাং, লখিমপুর ও নওগাঁ থেকেও মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গুয়াহাটিতে ধসের ঘটনা ঘটেছে। বৃষ্টি বাড়তে থাকায়, বাড়ছে বন্যা পরিস্থিতিও। ছবি: পিটিআই
4/10

নতুন করে বৃষ্টি বাড়তে থাকায়, নদীর জলস্তর ফের বেড়েছে। যার ফলে আরও একাধিক সংখ্যক বাসিন্দা নতুন করে ঘরছাড়া হয়েছেন। আরও একাধিক, ত্রাণ শিবির তৈরি করা হচ্ছে বন্যাদুর্গতদের রাখার জন্য। ছবি: পিটিআই
5/10

এখন গোটা অসমে তিন লক্ষেরও বেশি ত্রাণ শিবির খোলা রাখা হয়েছে। একাধিক ত্রাণ শিবিরে পরিদর্শন করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ছবি: পিটিআই
6/10

সেন্ট্রাল ওয়াটার কমিশনের তরফে অসমের বন্যা পরিস্থিতিকে Severe বা ভয়াবহ বলা হয়েছে। জোরহাট, তেজপুর ও ধুবড়ি এলাকা নিয়েও উদ্বেগ তৈরি করা হয়েছে। এছাড়াও আরও একাধিক নদীও বিপদসীমার উপর গিয়ে বইছে। ছবি: পিটিআই
7/10

ধর্মতুলে কোপিলি নদী, বেকি নদী, শিলচরের বরাক নদী, করিমগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতি রক্তচাপ বাড়াচ্ছে অসম প্রশাসনের। ছবি: পিটিআই
8/10

গত দুদিন ধরে অসম ও অরুণাচলে বাড়ছে বৃষ্টির পরিমাণ। সেই কারণেই ওই এলাকার একাধিক নদী বিপদসীমার উপরে বইছে। ব্রহ্মপুত্র-সহ বাকি শাখানদীগুলিরও একই ঘটনা। ছবি: পিটিআই
9/10

ত্রাণকার্য চালাচ্ছে ভারতীয় যুব কংগ্রেসও। শিলচর, কাছাড়ে একাধিক খাদ্যদ্রব্য এবং প্রয়োজনীয় জিনিসপত্র বিলি করা হয়েছে।--ছবি, ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেসের টুইটার হ্যান্ডেল।
10/10

ভারতীয় যুব মোর্চার তরফে আসামে ত্রাণবিলি করা হয়েছে। একাধিক খাদ্যদ্রব্যও বিলি করা হয়েছে। উপস্থিত ছিলেন যুব মোর্চা সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য।--ছবি, তেজস্বী সূর্যর টুইটার হ্যান্ডেল।
Published at : 30 Jun 2022 02:34 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























