এক্সপ্লোর
Kedarnath-Badrinath: খুলেছে কেদার-বদ্রীর দ্বার, রহস্যের উত্তর পেতেই ছুটে যান ভক্তরা?
পাহাড়ের ঢালে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম কেদারনাথ
1/7

পাহাড়ের ঢালে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম কেদারনাথ। শাস্ত্র বলে, হিমালয়ের সর্বশ্রেষ্ঠ তীর্থক্ষেত্র কেদারনাথের মাটি চন্দন সমান। কিংবদন্তি, পুরাণ, জনশ্রুতি, তীর্থযাত্রীদের নানা অভিজ্ঞতা সব মিলিয়ে কেদারনাথ মন্দির চিররহস্যে ঘেরা।
2/7

অন্যদিকে, দেশের প্রাচীন মন্দিরগুলির মধ্যে একটি হল বদ্রীনাথ মন্দির। কেদারনাথ মন্দিরের মতো এই মন্দিরটিও অবস্থিত উত্তর ভারতের রাজ্য উত্তরাখণ্ডে। শুধু হিন্দুদের নয়, বদ্রীনাথ মন্দির বৈষ্ণব ধর্মাবলম্বীদের জন্যেও একটি পবিত্র ধর্মস্থান।
Published at : 08 May 2022 01:54 PM (IST)
আরও দেখুন






















