এক্সপ্লোর
Independence Day 2022: বিদেশের মাটিতে উড়ল তেরঙ্গা, কোন কোন দেশে পালিত ভারতের স্বাধীনতা দিবস?
Independence Day: ৭৫ বছর পূরণ করল ভারতের স্বাধীনতা। ২০২২ সালের স্বাধীনতা দিবস ঘিরে উন্মাদনা ছিল দেশজুড়ে। বহু আগে থেকে শুরু হয়েছিল প্রস্তুতি। বিদেশের মাটিতেও চলেছে নানা অনুষ্ঠান।
নিজস্ব চিত্র
1/9

বিদেশের মাটিতেও পালিত হয়েছে ভারতের স্বাধীনতা দিবসের ৭৫ বছর পূর্তি। বিভিন্ন দেশে ভারতীয় দূতাবাসের উদ্যোগে, ভারতীয় নৌবাহিনীর উদ্যোগে পালিত হয়েছে দিনটি।
2/9

মাদাগাস্কারের রাজধানীতে টাউন হল সেজে উঠেছে তেরঙ্গা আলোকসজ্জায়। ভারতের স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে এই সাজ।
3/9

'আজাদি কা অমৃত মহোৎসব'-এর অংশ হিসেবে আগে থেকেই বিভিন্ন দেশে নানা অনুষ্ঠান চলেছে। আমেরিকার হাউস্টনেও আয়োজিত হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের।
4/9

অস্ট্রেলিয়ার পার্থে পৌঁছেছে ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস সুমেধা (INS Sumedha)। সেখানে নৌবাহিনী ভারতের স্বাধীনতা দিবস উদযাপন করছে। ভারতীয় নৌবাহিনীকে স্বাগত জানিয়েছে অস্ট্রেলিয়ার নৌবাহিনী।
5/9

আবুধাবিতেও আয়োজিত হয়েছে আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে একাধিক অনুষ্ঠান।
6/9

আবু ধাবিতে ভারতীয় শিল্প ও ভাস্কর্যের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। চলছে ১৫ আগস্ট পর্যন্ত।
7/9

নেদারল্যান্ডে বসবাসকারী ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভুতরা পালন করেছেন ভারতের স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি। পতাকা উত্তোলনও করেছেন তাঁরা।
8/9

স্বাধীনতা দিবসের আগেই 'আজাদি কা অমৃত মহোৎসব' উপলক্ষে একাধিক অনুষ্ঠানের আয়োজন হয়েছিল তানজানিয়ায়। সেখানে ভারতীয় দূতাবাসে শিশুদের নিয়ে 'যেমন খুশি সাজো' প্রতিযোগিতা হয়।
9/9

স্বাধীনতা দিবসের একদিন আগেই আমেরিকার সান দিয়েগো হারবারে পৌঁছেছে ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস সাতপুরা (INS Satpura)। জাহাজেই ভারতের স্বাধীনতা দিবস পালিত হবে। এই যুদ্ধজাহাজই এই বছরেই হাওয়াইয়ে নৌ-মহড়ায় যোগ দিয়েছিল। ছবি সূত্র: SpokespersonNavy @indiannavy, @IndianDiplomacy-এর টুইটার অ্যাকাউন্ট, পিটিআই
Published at : 15 Aug 2022 07:08 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























