এক্সপ্লোর
Bengaluru Waterlogged: অতিবৃষ্টিতে নাকাল অবস্থা, জল থৈ থৈ প্রযুক্তি শহর বেঙ্গালুরু, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু তরুণীর
Karnataka Heavy Rainfall: একটানা ভারী বৃষ্টিতে জল থৈ থৈ প্রযুক্তি শহর বেঙ্গালুরু।
জল থৈ থৈ চারিদিক। ছবি পিটিআই।
1/11

কখন বর্ষা এল, কখনই বা গেল, ভেবে কুল পাচ্ছেন না বঙ্গবাসী। কিন্তু একটানা ভারী বৃষ্টিতে জল থৈ থৈ প্রযুক্তি শহর বেঙ্গালুরু। ঝাঁ চকচকে রাস্তাঘাটের বেশিরভাগই জলের তলায় চলে গিয়েছে।
2/11

লাগাতার ভারী বৃষ্টির জেরেই এমন অবস্থা বেঙ্গালুরুর। গত তিন দিন ধরে জলমগ্ন সেখানকার রাস্তাঘাট। এর জন্য প্রশাসনকেই দুষছেন সাধারণ মানুষ। ইঁট গেঁথে একের পর এক নির্মাণ তুলে শহরের নিকাশি ব্যবস্থা বুজে গিয়েছে বলে অভিযোগ তাঁদের।
Published at : 06 Sep 2022 01:43 PM (IST)
আরও দেখুন






















