এক্সপ্লোর
Rajiv Gandhi Birth Anniversary: ‘ডিজিটাল ইন্ডিয়া’র রূপকার, ২১ থেকে ভোটাধিকার প্রয়োগের বয়স কমে ১৮ হয় রাজীব গাঁধীর হাতেই
Rajiv Gandhi Facts: রাজনীতিতে আসার কোনও ইচ্ছেই ছিল না তাঁর। কিন্তু মানুষ চায় এক, হয় আর এক।
—ফাইল চিত্র।
1/10

রাজনীতিতে আসার কোনও ইচ্ছেই ছিল না তাঁর। কিন্তু মানুষ চায় এক, হয় আর এক। তাই রাজনীতি থেকে মুখ ফিরিয়ে থাকা হয়নি তাঁর। শনিবার দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর জন্মবার্ষিকী।
2/10

১৯৮০ সালে বিমান দুর্ঘটনায় দাদা সঞ্জয় গাঁধীর মৃত্যু হলে না চাইতেও রাজনীতিতে যোগ দিতে হয় রাজীবকে। ১৯৮৪ সালে ইন্দিরা গাঁধী খুন হলে, ৪০ বছর বয়সে, দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে প্রশাসনিক দায়িত্ব হাতে পান।
Published at : 20 Aug 2022 03:20 PM (IST)
আরও দেখুন






















