এক্সপ্লোর
Mamata's Chennai Visit: সেন্ডা মেলমে বোল তুললেন মমতা, নিজের হাতে বাজালেন দক্ষিণি বাদ্যযন্ত্র
Mamata Banerjee: পশ্চিমবঙ্গের রাজ্যপালের আমন্ত্রণে তামিলনাড়ুতে তাঁর একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়
![Mamata Banerjee: পশ্চিমবঙ্গের রাজ্যপালের আমন্ত্রণে তামিলনাড়ুতে তাঁর একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/03/b14d9b94290c52e6a1767dfa75e73f591667472659355385_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নিজস্ব চিত্র
1/10
![শিল্পের প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালবাসা কারও অজানা নয়। গান গাইতে ভালবাসেন। পাশাপাশি বাদ্যযন্ত্রের প্রতিও তাঁর ভালবাসা অমলিন। এবার তামিলনাড়ুর চেন্নাইতে গিয়েও দেখা গেল একই ছবি। সেখানে বাংলার রাজ্যপাল লা গণেষণের বাড়িতে আমন্ত্রিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই সেন্ডা মেলম বাজালেন মমতা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/03/f3ccdd27d2000e3f9255a7e3e2c4880074377.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
শিল্পের প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালবাসা কারও অজানা নয়। গান গাইতে ভালবাসেন। পাশাপাশি বাদ্যযন্ত্রের প্রতিও তাঁর ভালবাসা অমলিন। এবার তামিলনাড়ুর চেন্নাইতে গিয়েও দেখা গেল একই ছবি। সেখানে বাংলার রাজ্যপাল লা গণেষণের বাড়িতে আমন্ত্রিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই সেন্ডা মেলম বাজালেন মমতা।
2/10
![রাজ্যপালের আমন্ত্রণের তাঁর দাদার জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতেই চেন্নাই গিয়েছিলেন মমতা। সেখানেই রাজ্যপালের বাড়িতে সেন্ডা মেলম বাজাতে দেখা যায় মমতাকে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/03/156005c5baf40ff51a327f1c34f2975b108ee.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রাজ্যপালের আমন্ত্রণের তাঁর দাদার জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতেই চেন্নাই গিয়েছিলেন মমতা। সেখানেই রাজ্যপালের বাড়িতে সেন্ডা মেলম বাজাতে দেখা যায় মমতাকে।
3/10
![রাজ্যপাল লা গণেষণের বাড়িতে অনুষ্ঠানের একটি মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে যোগদান মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানে নমস্কার জানিয়ে কুশল বিনিয়ম করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/03/799bad5a3b514f096e69bbc4a7896cd90582a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রাজ্যপাল লা গণেষণের বাড়িতে অনুষ্ঠানের একটি মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে যোগদান মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানে নমস্কার জানিয়ে কুশল বিনিয়ম করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
4/10
![অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনও। সেখানে দুই মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/03/032b2cc936860b03048302d991c3498f85a07.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনও। সেখানে দুই মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ।
5/10
![আগেরদিন চেন্নাইয়ে আলাদা করে এম কে স্ট্যালিনের সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে একটি সাংবাদিক বৈঠকে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/03/18e2999891374a475d0687ca9f989d8361c98.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আগেরদিন চেন্নাইয়ে আলাদা করে এম কে স্ট্যালিনের সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে একটি সাংবাদিক বৈঠকে।
6/10
![চেন্নাই এসে এম কে স্ট্যালিনের সঙ্গে দেখা না করে কীভাবে চেন্নাই ছেড়ে যাবেন, এমন কথাও বলেন তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/03/fe5df232cafa4c4e0f1a0294418e566041f8f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
চেন্নাই এসে এম কে স্ট্যালিনের সঙ্গে দেখা না করে কীভাবে চেন্নাই ছেড়ে যাবেন, এমন কথাও বলেন তিনি।
7/10
![এম কে স্ট্যালিনের হাতে উপহার তুলে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/03/8cda81fc7ad906927144235dda5fdf1514541.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এম কে স্ট্যালিনের হাতে উপহার তুলে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।
8/10
![তিনি আগের দিন বলেন, এম কে স্ট্যালিন তাঁর ভাইয়ের মতো। একে সৌজন্য সাক্ষাৎ বলেই মন্তব্য করেন তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/03/30e62fddc14c05988b44e7c02788e18742457.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তিনি আগের দিন বলেন, এম কে স্ট্যালিন তাঁর ভাইয়ের মতো। একে সৌজন্য সাক্ষাৎ বলেই মন্তব্য করেন তিনি।
9/10
![সূত্রের খবর, ওই বৈঠকে মোদি সরকারের আমলে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা, বিরোধী শাসিত রাজ্যকে বঞ্চনা, গণতান্ত্রিক অধিকার খর্ব করার মতো বিষয়ে কথা হল।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/03/ae566253288191ce5d879e51dae1d8c3fa59e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সূত্রের খবর, ওই বৈঠকে মোদি সরকারের আমলে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা, বিরোধী শাসিত রাজ্যকে বঞ্চনা, গণতান্ত্রিক অধিকার খর্ব করার মতো বিষয়ে কথা হল।
10/10
![এছাড়া যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভঙ্গ, সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি কিংবা হিন্দির আগ্রাসনের মতো বিভিন্ন ইস্যুতে দুই মুখ্যমন্ত্রীর মধ্যে আলোচনা হয় বলে সূত্রের খবর । ছবি: PTI এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/03/62bf1edb36141f114521ec4bb4175579981e2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এছাড়া যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভঙ্গ, সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি কিংবা হিন্দির আগ্রাসনের মতো বিভিন্ন ইস্যুতে দুই মুখ্যমন্ত্রীর মধ্যে আলোচনা হয় বলে সূত্রের খবর । ছবি: PTI এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক
Published at : 03 Nov 2022 04:27 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)