এক্সপ্লোর
Kishtwar Cloudburst: জম্মু কাশ্মীরের কিশতোয়ারে মেঘ-ভাঙা বৃষ্টিতে আটকে পড়া ৭৪ জনকে উদ্ধার বায়ুসেনার
জম্মু কাশ্মীরের কিশতোয়ারে মেঘ-ভাঙা বৃষ্টিতে আটকে পড়া ৭৪ জনকে উদ্ধার বায়ুসেনার
1/11

জম্মু কাশ্মীরের কিশতোয়ারে আটকে পড়া ৭৪ জনকে উদ্ধার করল ভারতীয় বায়ুসেনা।
2/11

উদ্ধার হওয়া মানুষদের মধ্যে ৫ জনের অবস্থা সঙ্কটজনক।
3/11

গত ২৮ তারিখ মেঘ-ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে কিশতোয়ার জেলা।
4/11

শেষ খবর মেলা পর্যন্ত, ৭ জন মারা গেছেন, ১৭ জন আহত। আরও ১৯ জন নিখোঁজ।
5/11

উদ্ধারের পাশাপাশি, ত্রাণ বণ্টনের কাজও করছে বায়ুসেনা।
6/11

এখনও পর্যন্ত ৩,১৫০ কেজি ত্রাণ সামগ্রী আকাশপথে পৌঁছে দিয়েছে।
7/11

এছাড়া, আকাশপথে পৌঁছে দেওয়া হয়েছে বিপর্যয় মোকাবিলা দলকে।
8/11

জম্মু, উধমপুর ও শ্রীনগর থেকে বায়ুসেনার কপ্টারে করে নিয়ে যাওয়া হয় উদ্ধারকারী দলকে।
9/11

গুরুতর আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য প্রশাসন।
10/11

এছাড়া, রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিল থেকেও প্রত্যেককে ১২,৭০০ টাকা করে দেওয়া হবে।
11/11

গত বুধবার, কিশতোয়ারের হোনজার গ্রামে আটকে পড়া মানুষদের উদ্ধারে নেমেছিল সেনার ২টি কলাম।
Published at : 31 Jul 2021 07:18 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















