এক্সপ্লোর
(Source: Poll of Polls)
Krishna Janmashtami: কৃষ্ণের সাজে খুদেরা, জন্মাষ্টমীর উৎসবে মাতোয়ারা সারা দেশ
Janmashtami 2022: ভারতীয় সংস্কৃতির সঙ্গে যে যে উৎসব অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে থাকে, তার মধ্যে অন্যতম কৃষ্ণ জন্মাষ্টমী।
Janmashtami 2022
1/15

ভারতীয় সংস্কৃতির সঙ্গে যে যে উৎসব অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে থাকে, তার মধ্যে অন্যতম কৃষ্ণ জন্মাষ্টমী।
2/15

ভারতের নানা কোণে অত্যন্ত শ্রদ্ধা ও উৎসাহের সঙ্গে পালিত হয় জন্মাষ্টমী।
3/15

এই বছর ১৮ অগাস্ট রাত থেকে ১৯ অগাস্ট পর্যন্ত রয়েছে জন্মাষ্টমী উৎসবের সময়।
4/15

তার আগেই থেকেই সারা ভারতে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি।
5/15

উত্তর থেকে দক্ষিণ, দেশের সর্বত্র শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। জন্মাষ্টমীর কৃষ্ণের মূর্তি তৈরির শেষ মুহূর্তের কাজ চলছে।
6/15

বিহারের পাটনায় জন্মাষ্টমী ঘিরে তুঙ্গে শিশুদের উৎসাহ।
7/15

মুম্বইয়ে ইতিমধ্যেই শুরু উৎসব। জন্মাষ্টমীর অন্যতম আকর্ষণ দই-হাঁড়ির উৎসব।
8/15

সারা ভারতেই ঘরে ঘরে পালিত হয় জন্মাষ্টমী। মন্দিরে তো পুজো হয়। ক্লাব বা বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানও পালন করে থাকে।
9/15

আগে থেকেই শুরু উৎসবের প্রস্তুতি। পাটনার একটি স্কুলের পড়ুয়ারা সেজেছে কৃষ্ণ ও রাধার সাজে।
10/15

এছাড়াও ঘরে ঘরে বাড়ির সদস্যের মতো আপ্যায়ন করে পালন করা হয় কৃষ্ণের জন্মদিন। কেনা হয় মূর্তিও।
11/15

জন্মাষ্টমীর আগে জমে উঠেছে কেনাকাটা। রয়েছে কৃষ্ণের হরেক সাজের প্রতিমা। পছন্দমতো প্রতিমা বেছে নিচ্ছেন ভক্তরা।
12/15

বেশ কয়েকদিন আগে থেকেই উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শুরু হয়ে গিয়েছে জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।
13/15

কৃষ্ণের সাজে খুদেরা। সকলেই জন্মাষ্টমীর আনন্দে মাতোয়ারা।
14/15

ধর্মবিশ্বাস অনুযায়ী মধ্য়রাতে জন্ম হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের। বিষ্ণুর অষ্টম অবতার রূপে পুজো করা হয় শ্রীকৃষ্ণকে।
15/15

হিন্দুদের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব জন্মাষ্টমী। ভারতজুড়ে এই উৎসব পালিত হয়ে থাকে।
Published at : 18 Aug 2022 10:17 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























