এক্সপ্লোর
Maharashtra Floods Update: প্লাবিত মহারাষ্ট্র, ধস ও দুর্ঘটনায় মৃত ১৬৪, নিখোঁজ শতাধিক, চলছে উদ্ধারের কাজ
প্লাবিত মহারাষ্ট্র, ধস ও দুর্ঘটনায় মৃত ১৬৪, নিখোঁজ শতাধিক
1/10

মহারাষ্ট্রে প্রবল বর্ষণের ফলে ধস ও দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৬৪ জনের মৃত্যু হয়েছে। সর্বাধিক মৃত্যু হয়েছে রায়গড় জেলায়। সেখানে ৭২ জন প্রাণ হারিয়েছেন। সাতারায় প্রাণ হারিয়েছেন ৪১ জন।
2/10

রত্নগিরিতে মারা গিয়েছেন ২১ জন, ঠাণে জেলায় ১২ জন, কোলাপুরে ৭ জন, মুম্বইয়ে ৪ জন এবং ২ জন করে মারা গিয়েছেন পুণে, সিন্ধুদূর্গ, ওয়ারধা ও আকোলা জেলায়।
Published at : 26 Jul 2021 09:57 PM (IST)
আরও দেখুন






















