এর আগে সকালে সাতক্ষীরার শ্যামনগরে যশোরেশ্বরী মন্দিরে পুজো দেন তিনি। Photo: PTI
3/5
একান্ন পীঠের অন্যতম এই যশোরেশ্বরী মন্দির। দর্শন ও পুজো দিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর বাড়িতে যান মোদি। সাতক্ষীরার এই যশোরেশ্বরী কালি মন্দির ৫১ শক্তিপীঠের অন্যতম। এখানে দেবী সতীর হস্ত পড়েছিল বলে কথিত রয়েছে। এরপর এক ব্রাহ্মণ এখানে মন্দির নির্মাণ করেন। এই মন্দির প্রায় ৪০০ বছরের বেশি পুরানো।প্রধানমন্ত্রী দেবীকে মুকুট পরালেন, শাড়ি নিবেদন করলেন। এরপর মন্ত্রোচ্চারণের মাধ্যমে পূজার্চনা করলেন তিনি। Photo: PTI
4/5
এখান থেকে ওড়াকান্দিতে মতুয়াদের মন্দিরেও যান প্রধানমন্ত্রী। ফিরে এসে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। Photo: PTI
5/5
করোনাকালে প্রায় ১৫ মাস পর বিদেশ সফরে গতকাল, শুক্রবার বাংলাদেশে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরের দ্বিতীয় দিনে ভারতের প্রধানমন্ত্রী পুজো দিলেন সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী মন্দিরে। তাঁর সফরের কেন্দ্রবিন্দুতে থাকছে ওড়াকান্দিতে মতুয়াদের মন্দির দর্শন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মধ্যে মোদির মতুয়া মন্দির দর্শন রাজনৈতিক দিক থেকে বার্তাবহ বলে মনে করছে রাজনৈতিক মহল। Photo: PTI