এক্সপ্লোর
Narendra Modi: দিল্লিতে বসেই সুইডেনের গাড়ির 'টেস্ট ড্রাইভ' প্রধানমন্ত্রীর
5G Technology: ৫জি পরিষেবা চালু হওয়ার পর দেশের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে বলেই মনে করছে শিল্পমহল। টেলিকম অপারেটররা আগেই রাজ্যগুলিতে এই পরিষেবাগুলি চালু করার জন্য প্রস্তুতি নিয়েছে।
ছবি: পিটিআই
1/10

নয়াদিল্লিতে বসেই সুইডেনে গাড়ির 'টেস্ট ড্রাইভ' করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সৌজন্যে ৫জি মোবাইল টেকনোলজি।
2/10

আজ ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২২-এ দেশের মাটিতে ৫জি যুগের সূচনা করেন প্রধানমন্ত্রী। প্রথম ধাপে দেশের মহানগর-সহ ১৩টি শহরের মানুষ এই পরিষেবা পাবেন।
3/10

এদিন ৫জি পরিষেবা ব্যবহার করে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের এরিকসন বুথে থাকা গাড়ি চালান প্রধানমন্ত্রী। কিন্তু গাড়িটি বাস্তবে ছিল সুইডেনে।
4/10

৫জি পরিষেবার সাহায্যে গাড়ির নিয়ন্ত্রণ রাখা হয় ভারত থেকে। এখান থেকেই পৃথিবীর যে কোনও দেশে থাকা গাড়ি চালানো যাবে।
5/10

গোটা দেশে ৫জি পরিষেবা পুরোপুরি চালু হতে ২০২৪ হয়ে যাবে। এদিন পীযূষ গোয়েলের ট্যুইট করা ছবিতে গাড়ির স্টিয়ারিং হাতে দেখা যায় প্রধানমন্ত্রীকে।
6/10

৫জি পরিষেবা চালু হওয়ার পর দেশের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে বলেই মনে করছে শিল্পমহল। টেলিকম অপারেটররা আগেই রাজ্যগুলিতে এই পরিষেবাগুলি চালু করার জন্য প্রস্তুতি নিয়েছে।
7/10

ইতিমধ্যেই সব রাজ্যের জন্য একটি সাধারণ পোর্টাল তৈরি করা হয়েছে। নতুন এই প্রযুক্তি বিপ্লবের পর মাত্র ৩ সেকেন্ডে ডাউনলোড করা যাবে ৩ ঘণ্টার সিনেমা।
8/10

এখানেই শেষ নয় , ২০ জিবিপিএস স্পিডে ইন্টারনেটের সুবিধা পাবেন ব্যবহারকারী। ফলে চোখের পলকে ভিডিয়ো থেকে অনলাইনের কাজ করা যাবে সহজেই।
9/10

অনুমান করা হচ্ছে, ৪৫০ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত চলে যাবে ৫জি সম্পর্কিত ব্যবসা। ৪জি-এর তুলনায়, ৫জি নেটওয়ার্ক (৫জি নেটওয়ার্ক) অনেক গুণ দ্রুত গতি দেয়।
10/10

পরিসংখ্যান বলছে, দেশের সর্ববৃহৎ টেলিকম স্পেকট্রাম নিলামে রেকর্ড ১.৫ লক্ষ কোটি টাকার দর পাওয়া গেছে। এতে, শিল্পপতি মুকেশ আম্বানির জিও ৮৭,৯৪৬.৯৩ কোটি টাকার দর হাঁকিয়ে সব স্পেকট্রামের প্রায় অর্ধেক অধিগ্রহণ করেছে।
Published at : 01 Oct 2022 08:19 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























