কিছুদিনের মধ্যে বিধানসভা ভোট অসমে। ভোটপ্রচারে গিয়ে সেখানে চা বাগানের শ্রমিকের সঙ্গে কথা বলার মাঝে অন্য রূপে ধরা দিলেন প্রিয়ঙ্কা গাঁধী।
2/10
অসমের সাধরু চা বাগানে গিয়ে কংগ্রেস নেত্রী মাথায় তুলে নিলেন ঝুড়ি, শ্রমিকদের সঙ্গে হাত লাগানেন চা পাতা তোলাতেও।
3/10
চা বাগানের শ্রমিকদের সঙ্গে কথাও বলেন তিনি। তাদের সঙ্গে কথা বলার ও চা তোলার ছবি প্রিয়ঙ্কা গাঁধী নিজেই ভাগ করে নেন তাঁর টুইটার অ্যাকাউন্টে।
4/10
চা বাগানের শ্রমিকদের সহজ সরল জীবনযাপন ও তাঁদের থেকে যেরকম ভালোবাসা তিনি পেলেন, তাতে আল্পুত বলেও জানান প্রিয়ঙ্কা।
5/10
গল্পের মাঝে চা বাগানের শ্রমিকদের পরিবারের খোঁজ যেমন নেন প্রিয়ঙ্কা, তেমনই জেনে নেন বিভিন্ন সুবিধা-অসুবিধা সম্পর্কেও।
6/10
যেরকম ভালোবাসা পেলাম, তা ভুলব না বলেও জানান কংগ্রেস নেত্রী।
7/10
১২৬ আসনের অসম বিধানসভায় ভোট হবে তিন দফায়। ২৭ মার্চ, ১ ও ৬ এপ্রিল ভোটগ্রহণ, ফলঘোষণা ২ মে।
8/10
গতবার ১২২ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করলেও মাত্র ২৬টি আসন জিততে সক্ষম হয়েছিল কংগ্রেস।
9/10
এবারে ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে আক্রমণে কংগ্রেস শিবিরের সবথেকে বড় অস্ত্র সিটিজেনশিপ অ্যামেডমেন্ট অ্যাক্ট (সিএএ) তথা নাগরিকত্ব বিল।
10/10
এখনও পর্যন্ত শুধুমাত্র উত্তরপ্রদেশেই সীমাবদ্ধ ছিল প্রিয়ঙ্কার রাজনৈতিক প্রচার কর্মসূচি। এবারের অসমের পাশাপাশি কেরল, পুদুচেরী এমনকি পশ্চিমবঙ্গেও তাঁকে দিয়ে ভোটপ্রচারের পরিকল্পনা রয়েছে কংগ্রেসের।