এক্সপ্লোর
Celebrity Diwali Celebrations: পোশাকে রংমিলান্তি, বাড়ির পুজোয় রণবীরের কোলে রাহা, পাশে আলিয়া, তারকা দম্পতির 'পিকচার পারফেক্ট' দিওয়ালি
Alia Bhatt-Ranbir Kapoor: বাড়িতে দিওয়ালি উদযাপন। পারিবারিক মুহূর্ত তুলে ধরলেন আলিয়া। ছবি: আলিয়া ভট্টের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।

ছবি: আলিয়া ভট্টের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।
1/10

আলোর উৎসব মাতোয়ারা হলেন মায়ানগরীর তারকারাও। এমনিতে সারা বছর কর্মব্যস্ত থাকলেও, দিওয়ালিতে পরিবাররে সঙ্গে উৎসবের আমেজেই দেখা গেল সকলকে। এবছর আলোর উৎসবে বিশেষ করে নজর কাড়ল ভট্ট-কপূর পরিবার।
2/10

শুক্রবার দিওয়ালির উৎসবে শামিল হন আলিয়া ভট্ট, রণবীর কপূর এবং তাঁদের কন্যা রাহা কপূর। দুই পরিবারের সব সদস্য একছাদের নীচে জমা হন।
3/10

দিওয়ালিতে বিশেষ পুজোয় যোগ দেন রণবীরের মা নীতু কপূর। আলিয়ার মা সোনি রাজদান, দিদি শাহিনও পুজোয় অংশ নেন।
4/10

তবে সকন্যা আলিয়া এবং রণবীরই সকলের নজর কাড়েন। রং মিলিয়ে পোশাকই পরেননি শুধু তাঁরা, পারিবারিক কিছু একান্ত মুহূর্তও তুলে ধরেন সকলের সামনে।
5/10

উৎসবের দিনে একই রংয়ের পোশাক পরেছিলেন আলিয়া, রণবীর এবং রাহা। রণবীরের পরনে ছিল মাস্টার্ড-গোল্ডেন রংয়ের কুর্তা, সাদা পাজামা। অন্য দিকে আলিয়া পরেছিলেন মাস্টার্ড-গোল্ডেন রংয়ের শাড়ি। খোঁপায় ছিল ফুল।
6/10

একরত্তি রাহার পরনেও ছিল একই রংয়ের কুর্তা। অবাক চোখে পুজোর বিধির দিকে ছিল নজর। আরতির থালা হাতে নিয়ে রাহার ছবি সামনে এসেছে। পাশে রয়েছেন আলিয়া এবং রণবীর।
7/10

পুজো চলাকালীন পাশাপাশি বসেন আলিয়া এবং রণবীর। বাবার কোলে নিরাপদ আশ্রয়ে ছিল একরত্তি রাহা। পুজোয় অংশ নেন নীতুও।
8/10

রণবীরের কোলে বসে থাকা রাহার ওই ছবি সকলের মন জয় করে নিয়েছে। এই প্রথম নয় যদিও। রণবীরের কোলে রাহাকে দেখে আগেও আবেগ ধরে রাখতে পারেননি অনুরাগীরা।
9/10

এর আগে, নীতু এবং আলিয়া জানিয়েছিলেন, রণবীর এবং রাহা পরস্পরকে চোখে হারান। মেয়েকে দেখলে চোখমুখ উজ্জ্বল হয়ে ওঠে রণবীরের। আবার রাহাও বাবা অন্ত প্রাণ।
10/10

আলিয়াও জানান, রণবীর এবং রাহা একসঙ্গে থাকলে আর কাউকে প্রয়োজন পড়ে না দু'জনের। শুক্রবার পাপারাৎজিদের ক্যামেরার সামনেও হাসিমুখে ধরা দেন তাঁরা।
Published at : 02 Nov 2024 07:10 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
