এক্সপ্লোর
Mumbai Rain: অবিরাম বর্ষণে বিপর্যস্ত মুম্বই, আরও বৃষ্টির পূর্বাভাস, জারি রেড অ্যালার্ট, মোতায়েন এনডিআরএফ
Torrential Rainfall Paralyses Mumbai
1/9

গতকালই মুম্বইতে ঢুকেছে মৌসুমী বায়ু। আর শুরুতেই প্রবল বর্ষণে বিপর্যস্ত ভারতের বাণিজ্যনগরী। মুষলধারে বৃষ্টিতে রাস্তাঘাট ও রেল লাইনে জল জমে যায়। ব্যাহত হয় রেল চলাচল। আবহাওয়া দফতর আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। (ছবি-পিটিআই)
2/9

এরইমধ্যে মৌসম ভবন মুম্বই, পার্শ্ববর্তী ঠানে, পালঘর ও রায়গড় জেলায় রেড অ্যালার্ট জারি করে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এই সতর্কতার পরিপ্রেক্ষিতে বেশ কয়েকটি জায়গায় এনডিআরএফের দলও মোতায়েন করা হয়েছে। (ছবি-পিটিআই)
3/9

মরশুমের প্রথম বৃষ্টিপাতেই জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে মুম্বইয়ের বিভিন্ন অংশে। ট্রাফিক পুলিশকে চারটি সাবওয়ে বন্ধ করে দিতে হয়। মোটরসাইকেল আরোহীদের অনেককেই রাস্তাতেই তাঁদের মোটরসাইকেল রেখে আসতে হয়। (ছবি-পিটিআই)
4/9

বুধবারের প্রবল বর্ষণে ঠানের সাভারকর নগরে একটি সোসাইটি চত্বরের দেওয়াল ধসে পড়ে কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। আবহাওয়া দফতরের সতর্কতার পর এনডিআরএফের পাঁচটি দলকে প্রস্তুত রাখা হয়েছে। মহারাষ্ট্রের উপকূলবর্তী জেলাগুলিতেতে ১৫ দল আগাম মোতায়েন করা হয়েছে। (ছবি-পিটিআই)
5/9

প্রবল বর্ষণে বুধবার খুবই অল্পসংখ্যায় যানবাহন পথে নেমেছিল। এরইমধ্যে রাস্তা জলমগ্ন হয়ে পড়ায় মোটর সাইকেল ও অন্যান্য টু-হুইলার আরোহীরা জল ঠেলে যেতে ব্যর্থ হন। জলমগ্ন হয়ে পড়ায় ট্রাফিক পুলিশ মিলান, খার, আন্ধেরি ও মালাডের সাবওয়ে বন্ধ করে দেয়। (ছবি-পিটিআই)
6/9

প্রবল বৃষ্টিতে দৃশ্যমানতাও কমে যায়। ফলে বাড়ে দুর্ঘটনার ঝুঁকি। এজন্য ট্রাফিক পুলিশ এ ধরনের ঘটনা এড়াতে নজরদারি চালায় বলে আধিকারিক সূত্রে খবর। জলমগ্ন হয়ে পড়ায় অনেকেই তাঁদের মোটরসাইকেল নিয়ে যেতে পারেননি। সেগুলি রাস্তা থেকে সরাতে পুলিশকে ক্রেন ব্যবহার করতে হয়। (ছবি-পিটিআই)
7/9

শহরের পুলিশ লোকজনকে অপ্রয়োজনে বাড়ির বাইরে না বেরোতে বলেছে। সেইসঙ্গে কয়েকটি জলবন্দি এলাকায় না যাওয়ার ব্যাপারে সতর্ক করে দিয়েছে। (ছবি-পিটিআই)
8/9

আইএমডি মুম্বই, পালঘর, ঠানে ও রায়গড় জেলার বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে।(ছবি-পিটিআই)
9/9

মুম্বই সহ কোঙ্কন অঞ্চলের বেশ কিছু জেলায় আগামী চারদিনের জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। (ছবি-পিটিআই)
Published at : 10 Jun 2021 10:32 AM (IST)
View More
Advertisement
Advertisement























