এক্সপ্লোর
Mumbai Rain: অবিরাম বর্ষণে বিপর্যস্ত মুম্বই, আরও বৃষ্টির পূর্বাভাস, জারি রেড অ্যালার্ট, মোতায়েন এনডিআরএফ
Torrential Rainfall Paralyses Mumbai
1/9

গতকালই মুম্বইতে ঢুকেছে মৌসুমী বায়ু। আর শুরুতেই প্রবল বর্ষণে বিপর্যস্ত ভারতের বাণিজ্যনগরী। মুষলধারে বৃষ্টিতে রাস্তাঘাট ও রেল লাইনে জল জমে যায়। ব্যাহত হয় রেল চলাচল। আবহাওয়া দফতর আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। (ছবি-পিটিআই)
2/9

এরইমধ্যে মৌসম ভবন মুম্বই, পার্শ্ববর্তী ঠানে, পালঘর ও রায়গড় জেলায় রেড অ্যালার্ট জারি করে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এই সতর্কতার পরিপ্রেক্ষিতে বেশ কয়েকটি জায়গায় এনডিআরএফের দলও মোতায়েন করা হয়েছে। (ছবি-পিটিআই)
Published at : 10 Jun 2021 10:32 AM (IST)
আরও দেখুন






















