এক্সপ্লোর
Jammu & Kashmir: সাদা চাদরে ঢাকল উপত্যকা, তুষারপাতের স্বাদ পেলেন কাশ্মীরবাসীরা
ফাইল ছবি
1/10

সাদা বরফের চাদরে ঢেকেছে চারিদিক। পুঞ্চ সহ কাশ্মীরের একাধিক জায়গায় প্রবল তুষারপাত।
2/10

শনিবারই আবহাওয়া দফতর জানিয়েছিল আগামী দুদিন তুষারপাত হবে উপত্যকায়। পূর্বাভাস অনুযায়ী আজ সোমবার পর্যন্ত তুষারপাত হবে।
3/10

গতকাল উত্তর কাশ্মীরে ৭ থেকে ৮ ইঞ্চি পুরু তুষারপাত হয়। সোনামার্গে বরফের চাদর এতটাই পুরু ছিল যে পায়ের পাতা প্রায় ঢুকে গিয়েছিল।
4/10

গতকাল গুলমার্গে রেকর্ড তাপমাত্রা পতন হয়। দিনে সর্বোচ্চ তাপামাত্রা ছিল ৩ ডিগ্রি সেলসিয়াস
5/10

অন্যদিকে শ্রীনগরে ১১.৩ মিলিমিটার বৃষ্টিপাত সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত।
6/10

গত কয়েক সপ্তাহ ধরে প্রবল ঠাণ্ডা কাশ্মীরে। গত দুদিনের তুষারপাতের জেরে বন্ধ একাধিক রাস্তা।
7/10

সাধারণত ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে জাঁকিয়ে ঠাণ্ডা পড়ে উপত্যকায়। আর তার আগেই এবার তুষারপাতের স্বাদ পেলেন উপত্যকাবাসী।
8/10

সূত্রের খবর, ২১ ডিসেম্বর থেকে জাঁকিয়ে ঠাণ্ডা পড়বে কাশ্মীরে। তারপর ৪০ দিন সেই তাপমাত্রা বজায় থাকবে বলে মনে করছে আবহাওয়া দফতর।
9/10

তুষারপাতের প্রভাবে উপত্যকার একাধিক রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। যার জেরে গাড়ি আটকে পড়ে।
10/10

সাধারণত উত্তর ভারতে শীত পড়ার পরই ধীরে ধীরে ঠাণ্ডা পড়তে শুরু করে উত্তর পূর্ব এবং পূর্ব ভারতের রাজ্যগুলিতে। আপাতত জাঁকিয়ে শীতের অপেক্ষায় বঙ্গবাসী।
Published at : 06 Dec 2021 09:42 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















