এক্সপ্লোর
Durga Puja 2021 : এবার কীভাবে দুর্গাপুজোর প্রস্তুতি নিচ্ছে কলেজ স্কোয়ার, শিবমন্দির ?
Durga Puja 2021 কলকাতার দুর্গাপুজো
1/10

বাঙালির সবথেকে বড় উত্সবের প্রস্তুতির সলতে পাকানো শুরু হয়ে গিয়েছে। তবে, এরই মধ্যে, ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে মারণ ভাইরাস। বিশেষজ্ঞদের আশঙ্কা, পুজোর মাসেই, শিখর ছুঁতে পারে করোনার তৃতীয় ঢেউ!
2/10

অক্টোবরে দুর্গাপুজো। vis....(দুর্গা পুজোর আরতির ছবি) ক্যালেন্ডার বলছে, হাতে আর মাত্র ৪৮ দিন।
3/10

গত বছর প্রশাসনিকভাবে যেসব বিধি-নিষেধ আরোপ করা হয়েছিল, সেগুলোকে সামনে রেখেই প্রস্তুতি শুরু করছে পুজো কমিটিগুলো।
4/10

মধ্য কলকাতার কলেজ স্কোয়ার সর্বজনীন। এখানকার পুজো মানেই ঐতিহ্যের সঙ্গে সাবেকির মেলবন্ধন। সঙ্গে নজরকাড়া আলোর রোশনাই।
5/10

এবছর উদ্যোক্তারা খোলা মণ্ডপ বানানোর পরিকল্পনা করেছেন। যাতে, কলেজ স্কোয়ারের অন্যপ্রান্ত থেকে প্রতিমা দর্শন করা যায়।
6/10

' আমরা ইতিমধ্যেই পাড়ার লোকদের ভ্যাকসিন দিয়ে দিয়েছি। সঙ্গে উদ্যোক্তাদেরও। এবারেও সংযতভাবে পুজো করলে করোনা বাড়বে না। ' জানালেন,কলেজ স্কোয়ার সর্বজনীনের চিফ অর্গানাইজার বিকাশ মজুমদার
7/10

সংক্রমণ রুখতে সতর্ক দক্ষিণ কলকাতার শিবমন্দিরও। থিমের পুজোয়, প্রতিবছরই দর্শকদের নজর কাড়ে এই পুজো।
8/10

এই বছর, তাঁরাও ভ্যাকসিনেশনেই বেশি জোর দিয়েছেন। জানালেন শিবমন্দির পুজোর উদ্যোক্তা পার্থ ঘোষ।
9/10

ইতিমধ্যেই, ফোরাম ফর দুর্গোৎসবের তরফেও কমিটিগুলোকে বেশকিছু গাইডলাইন দেওয়া হয়েছ। যথাসম্ভব খোলামেলা মণ্ডপ করতে হবে। প্যান্ডেলের প্রবেশপথ ব্যারিকেড দিয়ে যথাসম্ভব দীর্ঘ করতে হবে, যাতে সামাজিক দূরত্ব বজায় থাকে
10/10

ঠাকুরের ভোগে কাটা ফল দেওয়া যাবে না। পুষ্পাঞ্জলি ও সন্ধিপুজোর মতো অনুষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। স্বেচ্ছাসেবকদের মাধ্যমে ভিড় নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
Published at : 25 Aug 2021 10:52 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















