এক্সপ্লোর
Khela Hobe Divas: তরুণ প্রজন্মকে এগিয়ে আসার বার্তা মমতার, আজ তৃণমূলের 'খেলা হবে দিবস'
TMC Update: আজ তৃণমূলের 'খেলা হবে দিবস'। কলকাতার মানিকতলায় মিছিল তৃণমূলের। শুভেন্দু অধিকারী সাজিয়ে এক ব্যক্তিকে কোমরে দড়ি পরিয়ে টেনে নিয়ে যাওয়া হল।
কলকাতার মানিকতলায় 'খেলা হবে দিবস' মিছিল তৃণমূলের।
1/10

রাজ্য সরকারের পাশাপাশি মঙ্গলবার রাজ্যজুড়ে ‘খেলা হবে দিবস’ পালন করল তৃণমূল! তৃণমূলের তরফে এদিন সভা, মিছিল থেকে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়।
2/10

পাশাপাশি রাজ্য সরকারের তরফেও ৩৪৫টি ব্লক, ১১৯টি পুরসভা , ৬টি মিউনিসিপ্যাল কর্পোরেশন, কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ড, ২৩টি জেলা সদর, GTA এবং IFA অনুমোদিত সমস্ত ক্লাব ও সংস্থায় ‘খেলা হবে দিবস’ পালন করা হল।
Published at : 16 Aug 2022 02:15 PM (IST)
আরও দেখুন






















