By : abp ananda | Updated at : 09 May 2022 08:17 PM (IST)
নিজস্ব চিত্র।
1/8
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে ১৬২তম রবীন্দ্রজন্মজয়ন্তী উদযাপন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের। এবছর ৯ মে পড়েছে ২৫ বৈশাখ। এদিন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগ এবং কলকাতা পুরসভার যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছে একটি বিশেষ অনুষ্ঠান।
2/8
ক্যাথিড্রাল রোডে হওয়া ওই অনুষ্ঠানের নাম ছিল 'কবিপ্রণাম'। বাংলার একাধিক কৃতী ব্যক্তি উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারের একাধিক মন্ত্রী। উপস্থিত ছিলেন ব্রাত্য বসু, শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, মনোজ তিওয়ারি।
3/8
অনুষ্ঠানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফুল দিয়ে শ্রদ্ধা জানান অনুষ্ঠানে উপস্থিত একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।
4/8
উপস্থিত ছিলেন কবি সুবোধ সরকার, বিজ্ঞানী বিকাশ সিংহ, সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সাহিত্যিক আবুল বাশার, কবি জয় গোস্বামী, কবি শ্রীজাত, চিত্রশিল্পী শুভাপ্রসন্ন।
5/8
শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়, বিজ্ঞানী বিকাশ সিংহের হাতে রবীন্দ্র পুরস্কার তুলে দেওয়া হয়। তাঁদের হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।
6/8
এই বছরই চালু হয়েছে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি নামাঙ্কিত ত্রিবার্ষিক পুরস্কার। অন্যান্য ক্ষেত্রে নিরলস কাজের পরেও যাঁরা নিরলস সাহিত্য সাধনা করে চলেছেন তাঁদের জন্য এই পুরস্কার। প্রথম পুরস্কার দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কবিতা বিতান কাব্যগ্রন্থের জন্য তাঁকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। মুখ্যমন্ত্রীর তরফে ওই পুরস্কার নেন মন্ত্রী ব্রাত্য বসু।
7/8
অনুষ্ঠানের মঞ্চ থেকেই সন্তোষ ট্রফির বাংলা দলের অধিনায়ক মনোতোষ চাকলাদার এবং দলের খেলোয়াড় দিলীপ ওরাওঁয়ের হাতে চাকরির শংসাপত্র তুলে দেওয়া হয়।
8/8
অনুষ্ঠানের মঞ্চেই গান গেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গেই গলা মেলান ইন্দ্রনীল সেন। গলা মেলাতে দেখা যায় চিত্রশিল্পী শুভাপ্রসন্নকেও। ছবি: পিটিআই এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ।