এক্সপ্লোর
Narendra Modi : মার্কিন মুলুকে 'ভারতে বৈষম্য' নিয়ে প্রশ্ন ! জবাবে কী বললেন মোদি?
"আমরা যখন গণতন্ত্রে বিশ্বাস করি, তখন বৈষম্যের প্রশ্নই আসে না।" বললেন মোদি
নরেন্দ্র মোদি
1/8

"গণতন্ত্র আমাদের চেতনায়... আমাদের শিরায় প্রবাহিত" মার্কিন মুলুকে গিয়ে জোর গলায় বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
2/8

বৃহস্পতিবার মোদি এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেন,ভারতে জাতপাত বা ধর্মের ভিত্তিতে বৈষম্যের কোনও প্রশ্নই আসে না।
3/8

ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার নিয়ে ভারত কী করবে জানতে চাইলে প্রধানমন্ত্রী মোদি বলেন, "আপনি যা বলেছেন তাতে আমি বিস্মিত। আমরা গণতান্ত্রিক দেশ। গণতন্ত্র আমাদের চেতনার অংশ, আমাদের রক্ত। আমরা গণতন্ত্রে বেঁচে থাকি এবং শ্বাস নিই। "
4/8

"মানবিক মূল্যবোধ ও মানবাধিকার না থাকলে গণতন্ত্র থাকে না... আমরা যখন গণতন্ত্রে বিশ্বাস করি, তখন বৈষম্যের প্রশ্নই আসে না।" বললেন মোদি
5/8

তিনি আরও বলেন যে তাঁর সরকারের মূল ভিত্তিপ্রস্তর হল 'সবকা সাথ,সবকা বিকাশ,সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস' যার অর্থ সকলের উন্নয়নের জন্য একসঙ্গে, প্রত্যেকের বিশ্বাসের সঙ্গে ( together for everyone's growth, with everyone's trust)।
6/8

'ভারতে নিপীড়িত ধর্মীয় সংখ্যালঘুদের' কথা বলে, তিন মার্কিন আইনপ্রণেতা - ইলহান ওমর, রাশিদা তালাইব এবং আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ - মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ বয়কট করেন। সেই প্রেক্ষিতেই উঠে আসে এই প্রশ্ন।
7/8

প্রধানমন্ত্রী মোদির হোয়াইট হাউসে বৈঠকের আগে এক সাক্ষাৎকারে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, মুসলিম সংখ্যালঘুদের সম্মান না করলে ভারতের "বিচ্ছিন্ন" হয়ে যাওয়ার ঝুঁকি থাকবে।
8/8

তিনি আরও বলেন, 'ভারতের গণতান্ত্রিক মূল্যবোধে জাতি ধর্ম বা বয়স বা কোনো ধরনের ভৌগলিক অবস্থানের ভিত্তিতে একেবারেই কোনও বৈষম্য নেই'
Published at : 23 Jun 2023 02:00 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























