এই প্রোজেক্টের প্রথম সাবমেরিনটি ছিল "আইএনএস কলাবরী"। ২০২২ সালে সবকটি সাবমেরিন নৌসেনার হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।
2/8
প্রোজেক্ট-৭৫ এর অন্তর্গত ভারতীয় নৌসেনার এই সর্বশেষ সাবমেরিনটির এদিন উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রীপদ নায়েক। এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়াল উদ্বোধন করা হয় সাবমেরিনটির।
3/8
২০০৫ সালে এই মর্মে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যার মূল্য ছিল ৩.৭৫ বিলিয়ন মার্কিন ডলার।
4/8
প্রসঙ্গত, প্রোজেক্ট-৭৫ এপর অন্তর্গত ছয়টি "স্করপিন" শ্রেণীর অ্যাটাক সাবমেরিন তৈরির বরাত পায় এমডিএল। এই সাবমেরিনগুলিতে প্রযুক্তি সহায়তা দিয়েছে ফ্রান্সের নেভাল গ্রুপ।
5/8
শক্তি বাড়ল ভারতীয় নৌসেনার। বৃহস্পতিবার, মুম্বইয়ের মাজগাঁও ডকইয়ার্ড লিমিটেডের (এমডিএল) কানহোজি অঙ্গরে ওয়েট বেসিনে উদ্বোধন হল কলাবরী শ্রেণীর পঞ্চম সাবমেরিন "ইয়ার্ড ১১৮৭৯"।
6/8
এদিনের উদ্বোধনের পর, "বাগির" -এ বিভিন্ন যন্ত্রপাতি যুক্ত করা হবে। তারপর হার্বার অ্যাকসেপ্ট্যান্স ট্রায়াল বা বেসিন ট্রায়াল শুরু হবে। তারপর সি-ট্রায়াল হবে। সব শেষে নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হবে এই সাবমেরিনটিকে।
7/8
প্রোজেক্ট-৭৫ এর অন্তর্গত প্রথম দুটি সাবমেরিন ইতিমধ্যেই ভারতীয় নৌসেনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তৃতীয় ও চতুর্থ সাবমেরিনগুলি বর্তমানে সমুদ্রে ট্রায়ালে রয়েছে।
8/8
নৌসেনার প্রথা অনুযায়ী, সাবমেরিনের নাম "বাগির" রাখেন মন্ত্রীর স্ত্রী বিজয়া শ্রীপদ নায়েক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রক(নৌসেনা) সদর ও পশ্চিম নেভাল কমান্ডের শীর্ষস্থানীয় আধিকারিকরা। উপস্থিত ছিলেন ফ্রান্সের সংস্থা নেভাল গ্রুপের প্রতিনিধিরাও।