এরপর গালওয়ান সংঘর্ষে জখম জওয়ানদের দেখতে লে-র সামরিক হাসপাতালে যান প্রধানমন্ত্রী। তিনি আহত জওয়ানদের সঙ্গে কথা বলেন।
2/7
লাদাখে প্রধানমন্ত্রীর পৌঁছনোর ছবি। পরে নিমুতে বাহিনীর পদস্থ আধিকারিকরা প্রধানমন্ত্রীকে বিস্তারিতভাবে পরিস্থিতি সম্পর্কে জানান। ছবি-এএনআই
3/7
উল্লেখ্য, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহর লাদাখ সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু ওই সফর বাতিলের পরদিন প্রধানমন্ত্রী লে সফরে আসেন। সীমানায় মোতায়েন জওয়ানদের সঙ্গে কথা বলতে পূর্ব লাদাখ অঞ্চলে সফরে আসার কথা ছিল রাজনাথের।
4/7
প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চলতি উত্তেজনার মধ্যে প্রধানমন্ত্রীর এই সফর ভারতীয় বাহিনীর মনোবল বাড়াবে বলেই মনে করা হচ্ছে।
5/7
সেনা, বায়ুসেনা ও আইটিবিপি জওয়ানদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী
6/7
প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত ও সেনাপ্রধান এমএম নরবনে। ছবি-এএনআই