এক্সপ্লোর
Andhra Pradesh Rail Accident In Pics : বিশাখাপত্তনমে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে কত? কেন এই দুর্ঘটনা ?
Vizianagaram train accident: দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২ লক্ষ ও আহতদের ৫০ হাজার টাকা সাহায্যের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।
বিশাখাপত্তনমে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা
1/9

বালেশ্বরের স্মৃতি উস্কে দিল বিশাখাপত্তনমের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। ২ প্যাসেঞ্জার ট্রেনের সংঘর্ষে মৃত্যু হল অন্তত ৯ জনের। এএনআই সূত্রে শেষ পাওয়া খবর অনুসারে এই মৃতের সংখ্যা। আহত অনেকে।
2/9

রেল সূত্রে খবর, কণ্টকাপল্লির কাছে রায়গড়া প্যাসেঞ্জারের পিছনে সজোরে ধাক্কা মারে বিশাখাপত্তনম-পালাসা প্যাসেঞ্জার। বালেশ্বর দুর্ঘটনার নেপথ্যে ছিল সিগনালিং ব্যবস্থার গোলযোগ,তেমনটাই জানিয়েছিল রেল। কিন্তু এবার কেন ঘটে গেল এমন ঘটনা ?
Published at : 30 Oct 2023 07:45 AM (IST)
আরও দেখুন






















