এক্সপ্লোর
Nita Ambani: বাবা বিশ্বনাথের চরণে ছেলের বিয়ের কার্ড অর্পণ, কাশী বিশ্বনাথ মন্দিরে নীতা আম্বানি, দেখলেন গঙ্গা আরতি
Ambani Wedding: বাবা বিশ্বনাথের দর্শন সেরে গঙ্গা আরতি। ভোগও খেলেন নীতা। এবিপি নিউজ, ফাইল চিত্র।
ছেলের বিয়ের আগে কাশী বিশ্বনাথ মন্দিরে নীতা আম্বানি।
1/10

সাতপাকে বাঁধা পড়ছেন রাধিকা মার্চেন্ট-অনন্ত আম্বানি, তার আগে উত্তরপ্রদেশের কাশী বিশ্বনাথ মন্দিরে নীতা আম্বানি। বাবা বিশ্বনাথের চরণে ছেলের বিয়ের কার্ড ছোঁয়ালেন তিনি।
2/10

নীতা কাশী বিশ্বনাথ মন্দির দর্শনে যাচ্ছেন বলে গত কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত সোমবার মন্দিরে পৌঁছন মুকেশ আম্বানির পত্নী। রাধিকা এবং অনন্তের বিয়ের কার্ড বাবা বিশ্বনাথের চরণে অর্পণ করেন।
Published at : 25 Jun 2024 07:07 AM (IST)
আরও দেখুন






















