এক্সপ্লোর
Independenceday2023: 'পরিবারবাদই ধ্বংস করেছে আমাদের দেশকে', কাদের নিশানা মোদির ?
PM Modi Attacks Rahul: ভারতের ৭৭তম স্বাধীনতা দিবসে নাম না করেই কাদের নিশানা করলেন প্রধানমন্ত্রী ?

'পরিবারবাদই ধ্বংস করেছে আমাদের দেশকে', নিশানা মোদির , ছবি সৌজন্যে প্রধামন্ত্রী ট্যুইটার
1/11

ভারতের ৭৭তম স্বাধীনতা দিবসে (Independenceday2023) এদিন মোদির মুখে শোনা যায় 'দেশে শক্তিশালী সরকার, তিন দশকের অনিশ্চয়তা কাটিয়েছে।'
2/11

তবে প্রশংসার মাঝেই 'পরিবারবাদ' নিয়ে এদিন তোপ দাগতে দেখা যায় প্রধানমন্ত্রীকে (PM Modi)।
3/11

নাম না করেই এদিন প্রধানমন্ত্রী মোদি বলেন, 'পরিবারবাদই ধ্বংস করেছে আমাদের দেশকে। কীভাবে একটি রাজনৈতিক দলের দায়িত্বে শুধুমাত্র একটি পরিবার থাকতে পারে ?' প্রশ্ন প্রধানমন্ত্রীর।
4/11

দুর্নীতির রাক্ষস দেশকে লুটে খেয়েছিল, এদিন নাম না করে কংগ্রেস সরকারকে নিশানা নরেন্দ্র মোদির।
5/11

'দেশের সর্বনাশ করেছে পরিবারবাদ আর তোষণের রাজনীতি। এসব রাষ্ট্রের চরিত্রের পক্ষে কলঙ্কজনক', নিশানা প্রধানমন্ত্রীর।
6/11

দেশের গণতন্ত্রে বিকৃতি এনেছে পরিবারবাদী, ভাইপোবাদী দলগুলি' বার্তা প্রধানমন্ত্রীর।
7/11

তাঁর নেতৃত্বে বিজেপির শাসনকালে দেশের পরিবর্তনের কথা উল্লেখ করতে গিয়ে মোদির বার্তা, '২০১৪-য় এমন সরকার আপনারা গড়েছিলেন, যার ভিত্তিতে মোদি সংস্কার করতে পেরেছে। রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম, এখন ভারতের মূল মন্ত্র'।
8/11

উল্লেখ্য, আজ ৭৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশজুড়ে সমারোহ। লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
9/11

অ-কংগ্রেসি প্রধানমন্ত্রী হিসেবে এই নিয়ে দশমবার। এদিন সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধাজ্ঞাপন করেন মোদি।
10/11

এরপর পৌঁছন লালকেল্লায়। সেখানে তাঁকে স্বাগত জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
11/11

লালকেল্লায় পৌঁছনোর পর প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়। এরপর ২১ বার তোপধ্বনির মধ্যেই জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী।
Published at : 15 Aug 2023 11:58 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
